জামায়াত শিবির কি জাসদের ভাগ্য বরণ করবে না আরো শক্তিশালী হবে ?

লিখেছেন লিখেছেন শরাফতুল্লাহ ০৬ নভেম্বর, ২০১৪, ০৬:২৬:৫৯ সন্ধ্যা

অনেক ভাইকে ফেসবুকে স্টাটাস দিতে দেখেছি , তাদের কনসার্ন হলো জামায়াত কি জাসদের ভাগ্য বরণ করতে যাচ্ছে ? তারা উদাহরণ দিচ্ছেন শেখ মুজিবের রক্ষী বাহিনীর মত বাংলাদেশের কসাই হাসিনা ও র্যাব দিয়ে নিরপরাধ জামায়াত কর্মীদের হত্যা করছে। আসলে আমাদের এতো তাড়াতাড়ি এই রকম জাস্টিফিকেশনে যাওয়া উচিত না। আমাদের বুঝতে হবে জামায়াত আর জাসদের আদর্শ এক না। জামায়াত আল্লাহর উপর নির্ভর করে ইসলামি আন্দোলন করেতেছে আর জাসদ নাস্তিকতার উপর।অন্যদিকে শেখ হাসিনার এখন শেষ সময়। তাই নেভার আগে একটু বেশি দপ দপ করছে। এতে হতাশ হওয়ার কিছু নাই।

আর যারা দুনিয়ার ইসলামি আন্দোলনের খোজ খবর রাখেন তাদের বুঝা উচিত বর্তমান জামায়াত শিবির থেকে ও বিশ্বের অন্যান্য ইসলামি আন্দোলনগুলো আরো বেশি ত্যাগ করেছে , ধৈর্য্য ধরেছে। কই মুসলিম ব্রাদারহুডের তো একে পার্টির মত অবস্থা হয়নি ? তুরুস্কের একে পার্টি ক্ষমতায়। মোহাম্মদ মুরসিকে জোর করে ক্ষমতা থেকে সরালে ও মিশরের ৬৮ % মানুষ মুরসিকে এখনো ক্ষমতায় চায়। মুরসিকে যখন ক্ষমতা থেকে সরানোর প্রতিবাদে রাবেয়া স্কয়ারে অবস্থানরত মুসলিম ব্রাদারহুডের উপর চালানো হয়েছিলো ইতিহাসের জঘন্যতম বর্বরতা। শহীদ হয় ৩০০০ মানুষ। জামায়াতের মত তাদের সব সিনিয়র নেতারা জেলে। কই তারা তো হতাশ হয়নি। উল্টো দ্বিগুন উত্সাহে প্রত্যেক দিন সেনাদের বুলেটের মুখে বিক্ষোভ করছে। দিন দিন তাদের মিছিলের সারি লম্বা হচ্ছে।

বাংলাদেশ বর্তমানে যেই ত্যাগ তিতিক্ষা দেখাচ্ছে মিশরের ব্রাদারহুড সেটা ৭০ এর দশকে দেখিয়েছে। বুঝতে হবে জামায়াত শিবির এখনো ব্রাদারহুড থেকে ৪০ বছর পিছিয়ে আছে। আগামী ৪০ বছরে বাংলাদেশের ইসলামি আন্দোলন আরো বেশি বেগবান হবে এবং যদি কিছু কৌশল অবলম্বন করে তাহলে তারাই ক্ষমতার দ্বারপ্রান্তে থাকবে এটা আমার বিশ্বাস।

বাংলাদেশের গত ৫ বছরের প্রেক্ষাপট দেখুন না। জামায়াত শিবিরের উপর এতো অত্যাচার জুলুমের পর ও কি আন্দোলন থেমে গেছে ? নাকি আগের চেয়ে ও বেশি সাধারণ মানুষ জামায়াত শিবিরের সাথে সম্পৃক্ত হয়ে আন্দোলন করছে। কথিত যুদ্বাপরাধের অভিযোগে নেতাদের অভিযুক্ত করার পর অনেক সাধারণ মানুষ সরকারের এই ট্রাইবুনালের বিরুদ্বে প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেছে। প্রত্যেক দিন জামায়াত শিবিরের শহীদের তালিকা যেমন দীর্ঘ হচ্ছে তেমনি শহীদ হওয়ার পিপাসায় এই আন্দোলনে আরো বেশি মানুষ সম্পৃক্ত হচ্ছে। তাহলে এই ক্ষুদ্র সময়ে জাসদের মত জাস্টিফিকেশনে যাওয়া কি ঠিক ???

জনাব কাদের মোল্লাকে আওয়ামীলীগ পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগের মাধ্যমে হত্যা করার পর কাদের মোল্লার রক্ত কিন্তু কথা বলা শুরু করেছে। অনলাইনে যাদেরকে কখনোই দেখি নাই জামায়াত শিবির নিয়ে একটি কথা বলতে , আজ তারা শহীদ কাদের মোল্লার জন্য ফেসবুকে স্টাটাস দেয় , ব্লগ লিখে। যারা জামায়াত শিবিরের সাথে সম্পৃক্ত না , এই রকম হাজারো মানুষ শহীদ কাদের মোল্লার জন্য নফল রোজা ও নামাজ পড়ে কেদেছে।

লন্ডনে যাদেরকে এক সময় দেখতাম শাহবাগীদের সাথে একাত্মতা প্রকাশ করেছিলো তারা আজ শহীদ কাদের মোল্লার জন্য আফসুস করতেছে। ফোন দিয়ে জামায়াত শিবিরের লোকদের সান্তনা দিচ্ছে। তাহলে বুঝুন কাদের মোল্লাকে শহীদ করে এই পার্থিব দুনিয়াতে হাসিনার অর্জন কিন্তু একেবারে শুন্য , পরকালের টা আল্লাহর উপর ছেড়ে দিলাম।

আরেকটি বিষয় গত কয়েক বছরে বাংলাদেশের যেইসব এলাকায় ইসলামি আন্দোলনের কর্মীদের রক্ত ঝরেছে সেই সব এলাকাতে জামায়াত শিবিরের শক্তি বাড়ার কারণে,আওয়ামীলীগ ও পুলিশ সব সময় আতঙ্কে থাকে। অন্যদিকে যে শাহবাগ জামায়াত শিবিরকে নিষিদ্বের কথা বলে তারা এখন সমাজে ঘৃণার পাত্র। তাই হতাশ হওয়ার কিছু নাই। আর আল্লাহ তো বলেছেন,"তারা চায় মুখের ফুত্কারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে কিন্তু আল্লাহ তার দ্বীনের বাতিকে জ্বালিয়ে রাখবেন।"

সংগৃহীত এবং সম্পাদিত।

বিষয়: রাজনীতি

১৬৮৬ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

281784
০৬ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
মনসুর আহামেদ লিখেছেন : একমত। ভালো লাগলো
১৪ নভেম্বর ২০১৪ রাত ০১:৩২
227199
শরাফতুল্লাহ লিখেছেন : ধন্যবাদ ভাই
281786
০৬ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
ফখরুল লিখেছেন : শ্রেষ্ঠ জাতি মুসলমান হায় তোমার দুনিয়া
আজ বড় অসহায়।
তারা রোগে শোকে নির্যাতনে,
ধুঁকে ধুঁকে মরে হায়।
প্রভু আমরা নিরুপায়।
তুমি হাসাও তুমি কাঁদাও সবই তোমার শান।
দুঃখ যত মুসলমানের কর অবসান।
১৪ নভেম্বর ২০১৪ রাত ০১:৩৩
227201
শরাফতুল্লাহ লিখেছেন : ঠিকই বলেছেন আজ বড় অসাহায়
281789
০৬ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
মাজহার১৩ লিখেছেন : বিভিন্ন বার সমিতির নির্বাচনে জামায়াত-বিএনপি জোটের নিরুঙ্কুশ জয়লাভ থেকে একটা ধারনা পাওয়া যায় যে বেশিরভাগ আইনজীবিরা মনে করেন বিচার ও রায় উদ্দেশ্যপ্রনেদিত এবং শাস্তির মোটিভ অনুযায়ী সাজাটা যে ভুল ছিল
১৪ নভেম্বর ২০১৪ রাত ০১:৩৪
227202
শরাফতুল্লাহ লিখেছেন : ঠিক বলেছেন
281799
০৬ নভেম্বর ২০১৪ রাত ০৮:২৭
সুশীল লিখেছেন : জামায়াত শিবির জাসদের ভাগ্য বরণ করবে
১৪ নভেম্বর ২০১৪ রাত ০১:৩৬
227204
শরাফতুল্লাহ লিখেছেন : চোখের থেকে টিনের চশমা সরিয়ে দেখুন।
281802
০৬ নভেম্বর ২০১৪ রাত ০৮:৪০
চেয়ারম্যান লিখেছেন : [url href="http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/1930/chairman/33726#.VFuIH_msWQg" target="_blank"লেখাটি আমার[/url] Happy Happy
০৬ নভেম্বর ২০১৪ রাত ০৮:৪০
225356
চেয়ারম্যান লিখেছেন : http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/1930/chairman/33726#.VFuIH_msWQg
১৪ নভেম্বর ২০১৪ রাত ০১:৩৬
227203
শরাফতুল্লাহ লিখেছেন : ভাইয়া আমি লিখে দিয়েছি সংগৃহীত আসলে কিছুদিন আগে লেখাটি দেখে আমি ওয়ার্ডে কপি করে রেখেছিলাম, সেখান থেকে পেস্ট করেছি। তাই আমার আসল লেখকের নাম জানা ছিল না।
281804
০৬ নভেম্বর ২০১৪ রাত ০৮:৪৫
মোঃ আবদুর রহিম লিখেছেন : বাংলাদেশ বর্তমানে যেই ত্যাগ তিতিক্ষা দেখাচ্ছে মিশরের ব্রাদারহুড সেটা ৭০ এর দশকে দেখিয়েছে। বুঝতে হবে জামায়াত শিবির এখনো ব্রাদারহুড থেকে ৪০ বছর পিছিয়ে আছে। আগামী ৪০ বছরে বাংলাদেশের ইসলামি আন্দোলন আরো বেশি বেগবান হবে এবং যদি কিছু কৌশল অবলম্বন করে তাহলে তারাই ক্ষমতার দ্বারপ্রান্তে থাকবে এটা আমার বিশ্বাস
১৪ নভেম্বর ২০১৪ রাত ০১:৩৬
227205
শরাফতুল্লাহ লিখেছেন : জ্বি ভাই
281826
০৬ নভেম্বর ২০১৪ রাত ০৯:৪০
হতভাগা লিখেছেন : জামায়াতের পোলাপানদের একটা বিষয় ভাল করে মনে রাখা উচিত :

তাদের লিজেন্ডরা এখন যত ভাল মানুষই হোক না কেন তারা ৭১ এ যাদের হত্যা করেছে , করিয়েছে তারা কিন্তু আখেরাতে আল্লাহর কাছে তার বিচার চাইবে ।

বান্দার হক নষ্ট করলে তা বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহও মাফ করেন না ।

০৭ নভেম্বর ২০১৪ রাত ১২:৩১
225422
স্বপন২ লিখেছেন : @এতদিন পর কোথা থেকে এলেন।
জামায়াতের পোলাপানরা, আপনার আর্দশে
বিশ্বাসী না।
১৬ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৭
228114
মাজহার১৩ লিখেছেন : Everything is fair in love and war.
২৪ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৪০
231127
শরাফতুল্লাহ লিখেছেন : ভাই হতভাগা! জামায়াতের যেসব নেতাদের বিরুদ্ধে একাত্তরে হত্যার অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে কি সেটা প্রমান হয়েছে?

২৪ নভেম্বর ২০১৪ সকাল ০৯:০২
231128
হতভাগা লিখেছেন : না প্রমান হয় নাই , হুদাই ফাঁসিতে ঝুলাইতে চাইতাছে !

এদের তো বিচার প্রক্রিয়াতে আনাই উচিত হয় নি যারা কি না বিনা দোষে নির্বিচারে তাদেরই সহধর্মী ভাইদেরকে মেরেছে , মারতে সাহায্য করেছে। এদেরকে কাদের সিদ্দিকীর মত বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা উচিত ।
281939
০৭ নভেম্বর ২০১৪ সকাল ১১:৫৮
ইসলামী দুনিয়া লিখেছেন : লেখনী এবং ইসলামী আন্তরিকতা ভালো লাগল। সবসময় মাত্র কয়েক শতাংশ লোক থাকে এবং থাকবে। সংখ্যাগরিষ্ট কখনো হয়নি আর হবেও না। কারণ আল্লাহ বলেছেন-অধিকাংশ পথভ্রষ্ট। তাই এই পন্থায় কিয়ামত পর্যন্ত অপেক্ষা করে ইসলামী শাষনের মুখ দেখা যাবে না। আর ইসলাম কি এভাবে ত্বগুতের সামনে গণহারে মরতে বলছে? ইসলামী ইতিহাসে কি এমনটি হয়েছে? হয়নি। ধন্যবাদ।
১৪ নভেম্বর ২০১৪ রাত ০১:৩৭
227206
শরাফতুল্লাহ লিখেছেন : আপনাকে ধন্যবাদ
284889
১৬ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:০৪
মাজহার১৩ লিখেছেন : জামায়াত শিবিরের একটা বড় দূর্বলতা হলো পেশাদার রাজনীতিবিদের অভাব এবং সম্ভবও নয়। বিএনপি ও আওয়ামীলীগে যেমন অনেকেই আছে রাজনীতি করে পেট চালায়, জামায়াতে এই সংখ্যাটা শুন্যের কোঠায়। কিন্তু রসুল (সঃ) ও সাহাবীরা ছিলেন বেশিরভাগই আসক্ত রাজনীতিবিদ। যারা এতটাই আল্লাহ ও রসুলের প্রেমে আসক্ত ছিলেন, সংসার ছিল তাঁদের কাছে গৌন। পক্ষান্তরে বাংলাদেশে ইসলামপন্থীরা সংসার ও জীবিকা নির্বাহের পর উচ্ছিষ্ট সময় ও ত্যাগটুকুই শুধু আল্লাহর রাহে ব্যয় করে থাকে যার ফলে ইসলাম প্রতিষ্টার গতি অনেকটাই শম্বুকগতির। না হলে ৭৫ বছরে কিই বা অর্জন হয়েছে। কম্যুনিস্টরা গত ১০০ বছরে তাঁদের আদর্শের জন্য যে পরিমান ত্যাগ ও কুরবানী করেছে সে তুলনায় জামায়াত শিবিরের ত্যাগ ও কুরবানী যথেষ্ট নয়। কমুনিষ্ট বা বাম রাজনীতির পতন হলেও এর সুদুরপ্রসারী চেতনা সর্বব্যাপী বিরাজমান। এটা বুঝার জন্য চোখ থাকা চাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File