তাপসীকে লেখা খোলা চিঠি

লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ১৮ নভেম্বর, ২০১৪, ১০:৪৭:২৯ সকাল

তাপসী, নগ্ন জোসনায় কখনও স্নান করেছিস?কিরে নগ্ন কথাটা তোর চোঁখে একটু বাধল?নগ্ন মানেই যে খারাপ তা নয় বরং কিছু কিছু জিনিস নগ্ন না হলে তার আসল সৌন্দর্য চোঁখেই পড়ে না।থাক এ সব কথা,জানিস আমার না চাঁদের আলোয় ঘুরে বেড়াতে খুব ভাল লাগে।চাঁদের আলো গায়ে মেখে হারিয়ে যেতে ইচ্ছে করে দূর কোন অজানায়।

আচ্ছা তুই কখনও বাইরের একটা মানুষকে ( যার সাথে রক্তের কোন সম্পর্ক নেই) ভালবেসেছিস?(যে কোন ধরনের সম্পর্ক)।আমি বেসেছি নিজের চেয়েও বেশি।মানুষ বলে নিজের চেয়ে নাকি অন্য কাউকে ভালবাসা যায় না।আমার কাছে এই কথাটি মিথ্যা মনে হয়।নিজের চেয়ে অন্যকে ভালবাসার মাঝে এক অদ্ভুত ধরনের সুখ আছে।এই সুখটা সেই উপলবদ্ধি করতে পারে যে নিজের চেয়ে অন্য কাউকে ভালবাসে।তবে এর মাঝে কষ্টটাই বেশি।তাই বলি নিজের চেয়ে অন্যকে কখনই ভালবাসবি না।ভাল থাকিস।নিজের লেখা একটা কবিতা দিয়েই শেষ করছি।

অভিব্যক্তি গুলি কখনই প্রকাশ করা হয়নি

তাই বোঝনি হয়তো কিছুই

তবু তোমার বিচক্ষনতা পরিমাপ করা

আমার জন্য চরম বোকামীই বলব।

কেউ মনকে প্রবোধ দেয় এই বলে

পাওয়াটাই জীবনের সব কিছু নয়

তবু মনে মনেই ডুবে মরে তারা।

প্রকাশ্য ডুবলে কারও চোঁখ পড়ত

মনের মাঝে ডুবলে দেখার কে আর থাকে?

তবু আগ বাড়িয়ে নিজের বিচক্ষনতাটুকু দিয়ে

একটু বোঝার চেষ্টা করেছিলাম তোমায়

হয়তো ওটাই ভুল ছিল

সবার ভুল গুলো আর এক নয়

কারও ভুল আবার ফুলও হয়ে যায়!

আমার বুঝি আর হলনা কিছু।

তারপরও কেন জানি অপেক্ষায় থাকি

তোমার বিচক্ষনতা দিয়েই বুঝে নেবে

আমার অভিব্যক্তি কি ছিল।

বিষয়: বিবিধ

১০৭২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

285469
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০১:২০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : তারপরও কেন জানি অপেক্ষায় থাকি তোমার বিচক্ষনতা দিয়েই বুঝে নেবে আমার অভিব্যক্তি কি ছিল। Broken Heart Broken Heart পড়ে পরাণডা হাডি গেলো Sad Sad
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫৯
228804
মোস্তফা সোহলে লিখেছেন : শুনে আমারও ভাললাগল
285522
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৬
ফেরারী মন লিখেছেন : জাজাকআল্লাহ... অনেক ভালো লাগলো পড়ে
285523
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৮
আফরা লিখেছেন : হয়ত সে আপনার অভিব্যক্তি ঠিকই বোঝেছে কিন্তু বাস্তবতা আর পরিস্থিতী তাকে সেটা প্রকাশ করতে দেয়নি ।

ধন্যবাদ ভাল লাগল -

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File