হতাশার কোষ ছিড়ে ফেলুন...

লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ১৮ নভেম্বর, ২০১৪, ১০:৪৫:৪৫ সকাল

হতাশার কোষ ছিড়ে ফেলুন...

আপনার দোয়া নয় আপনাকে সহযোগী চাই। করুনা নয় দু:খের সাথী চাই। দর্শক নয় কর্মী চাই। দেশ পরিবর্তনের কর্মী। পড়ুয়া নয় পড়ুয়া নেতা চাই। আপনি করেন আপনি করেন নয় আমরা করব বলার লোক চাই। শুরু করেন শুরু করেন নয় আসুন আমরা শুরু করি বলার লোক চাই। হতাশার কোষ ছিড়ে ফেলুন। ট্রাডিশনাল কাজ ও দৃষ্টিভঙ্গী নয় আসুন নিজেরা পথ তৈরী করি। এক ঘরে হয়ে যাওয়া নয় আসুন সবাইকে সাথে নিয়ে চলি। আজ শপথ করুন জীবনে একদিনও হতাশ হবেননা। আপনার লাইফ মিশন যদি দেশ ও উম্মাহ না থাকে তাইলে আমাদের ত্যাগ করাই ভাল। ওহী এবং সত্য ও মানুষ ছাড়া সব সুতা কেটে দিন।

পৃথিবীতে একে অপরের কাজে পৌছাটাই মূল কাজ। মনের মধ্যে ভালবাসা গোপন রাখা নয় আপনার ভালবাসা প্রকাশ করুন।আপনি এগিয়ে আসুন। প্রত্যেকে নিজে ভাইবোন কাজিন আত্বীয় স্বজন কলিগস বন্ধুবান্ধব মিলে একটি উপশাখা বানান। একটি ক্লাব তৈরী করুন। পরিচিত ফ্যামিলি গুলার আরো খোজ খবর নিন। বিনয়ী হোন। প্রটোকল ও অহংকার ইগো ত্যাগ করুন। কষ্ট সহিঞ্চু হোন। সময় বাচান। সব কাজ আপনি করবেননা। আপনার আশে পাশের মানুষকে আপনার হেল্পিং হেন্ড করে সময় বাচান। গুরুত্বপূর্ন মানুষের সময় জাতির জন্যে মূল্যবান। প্রতিটি মূহুর্ত মূল্যবান। আটঘন্টা সময় অফিসের জন্যে। চারঘন্টা সামাজিক কাজ। বাকী ১২ ঘন্টা ফ্যামিলি ও নিজের জন্যে ব্যয় করুন। সময় বাচানোর কৌশল শিখুন।

বিপ্লবী হোন। কাজে কর্মে বিপ্লবী হোন। মুখে ও লেখায় শুধুমাত্র নয়। মিশনারী হোন ভিশনারী হোন। কর্মই বেচে থাকে শুধু।

আসুন দেশকে ভালবাসি এবং দেশের জন্যে কাজ করি। চলমান দৃষ্টিভঙ্গীকে না বলাই বৃহৎ একটি কাজ।

বিষয়: বিবিধ

৯৩১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

285412
১৮ নভেম্বর ২০১৪ সকাল ১০:৫৭
নজরুল ইসলাম টিপু লিখেছেন : পৃথিবীতে একে অপরের কাজে পৌছাটাই মূল কাজ। মনের মধ্যে ভালবাসা গোপন রাখা নয় আপনার ভালবাসা প্রকাশ করুন।আপনি এগিয়ে আসুন। প্রত্যেকে নিজে ভাইবোন কাজিন আত্বীয় স্বজন কলিগস বন্ধুবান্ধব মিলে একটি উপশাখা বানান। একটি ক্লাব তৈরী করুন। পরিচিত ফ্যামিলি গুলার আরো খোজ খবর নিন। বিনয়ী হোন। প্রটোকল ও অহংকার ইগো ত্যাগ করুন। কষ্ট সহিঞ্চু হোন। সময় বাচান। সব কাজ আপনি করবেননা। আপনার আশে পাশের মানুষকে আপনার হেল্পিং হেন্ড করে সময় বাচান। গুরুত্বপূর্ন মানুষের সময় জাতির জন্যে মূল্যবান। প্রতিটি মূহুর্ত মূল্যবান। আটঘন্টা সময় অফিসের জন্যে। চারঘন্টা সামাজিক কাজ। বাকী ১২ ঘন্টা ফ্যামিলি ও নিজের জন্যে ব্যয় করুন। সময় বাচানোর কৌশল শিখুন।

খুব সুন্দর কথাগুলো, মূলত এগুলোই মানুষের অন্যতম কাজ, আর এই কাজগুলোকে আল্লাহ বেশী পছন্দ করেন এবং এসব মানুষই জগতের সেরা মানুষ হয়। আপনাকে অনেক ধন্যবাদ।
১৯ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৪০
229174
লোকমান বিন ইউসুপ লিখেছেন : ধন্যবাদ
285414
১৮ নভেম্বর ২০১৪ সকাল ১১:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মানুষের মেীলিক চাহিদা যখন পুরন হয়না তখন হতাশা আসতে বাধ্য!
285453
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৪৫
কাহাফ লিখেছেন :
'চলমান দৃষ্টিভংগি কে না বলার মাধ্যমে আজ থেকেই শুরু করলাম........ আপনার লেখার বিষয়ে সহমত!!
Thumbs Up Thumbs Up Big Hug Big Hug
285525
১৮ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:০৬
আফরা লিখেছেন : সুন্দর কথা গুলো অনেক ভাল লাগল ধন্যবাদ ভাইয়া ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File