বাবা চাচা সমাচার

লিখেছেন লিখেছেন ওরিয়ন ১ ১৮ নভেম্বর, ২০১৪, ১০:৫২:২২ সকাল

বাবা আর চাচাদের অনেক অনেক সুনামের কথা আজকাল ফেইসবুক আর ব্লগে দেখতে পাওয়া যায়। উনারা অনেক অনেক ভালো লোক আছেন/ছিলেন, জীবনে কোনদিন অন্যায়ের কাছে মাথা নত করেননি, সারা জীবন সত্য প্রতিস্ঠার কাজে নিজের জীবনকে পরিচালিত করেছেন, সুখে-দুঃখে মানুষের কাছে পোঁছে গেছেন সকাল সন্দ্ব্যায় এইসব আর কি।

আমরা ও বলি উনারা অবশ্যই অবশ্যই ভালো লোক। কিন্তু যার কারনে উনারা এত এত ভালো গুনের অধিকারী, যে আদর্শকে বুকে ধারন করে উনারা নিজের জীবনকে সাজিয়েছেন, সে মহান আদর্শের কথা বাবা আর চাচাদের স্নেহের সন্তানেরা বেমালুম চেপে যাই কিংবা ভূলে যাই।

আমাদের কি উচিত নয়, বাবা আর চাচাদের ব্যক্তিগত জীবনকে বেশী বেশী না ঘেঁটে উনাদের দেখানো আদর্শের কথা অনেক বেশী প্রচার করা। সেই আদর্শকে সমাজে প্রতিস্ঠিত করার আপ্রান প্রচেস্টা করা। তাহলে তো প্রকৃতপক্ষে বাবা চাচাদের সম্মান করা হয়।

শুধুমাএ বাবা চাচাদের দোহাই দিয়ে মনে হয়, পার হওয়া যাবে না। আল্লাহর রাসূল সালে্ল্লাহু আলায়হে ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা সেই শিক্ষা পাই।

আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ বুঝার তৌফিক দান করুক, আমীন।

বিষয়: বিবিধ

১০৮২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

285437
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ১২:১০
মোস্তফা সোহলে লিখেছেন : মানুষ তো বেশির ভাগই বাপ চাচাদের অনুসরন করেন
১৯ নভেম্বর ২০১৪ সকাল ০৫:২৭
229113
ওরিয়ন ১ লিখেছেন : মুসলমানদের অনুসরন করতে হবে একমাএ রাসূল সাল্লেলাহু আলায়হে ওয়াসাল্লাম কে, অন্য কাউকে নয়। ধন্যবাদ।
285467
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ০১:১৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সত্য বলেছেন। জানালা কাটার উদ্দেশ্য যদি হয় মুয়াজ্জিনের আযান শুনার তাহলে সেই জানালা দিয়ে বাতাস এমনি আসবে।
১৯ নভেম্বর ২০১৪ সকাল ০৫:২৮
229114
ওরিয়ন ১ লিখেছেন : সত্যটা অনুধাবন করার জন্য আন্তরিক ধন্যবাদ।
285741
১৯ নভেম্বর ২০১৪ রাত ০৪:৪৮
কাহাফ লিখেছেন :
সুন্দর বিষয়ের অবতারণ করলেন! অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহ আপনাকে!
আমরা যেন বাপ-চাচাদের আলোচনা তাদের জীবন থেকে ভাল গুন শেখার নিয়তেই করি!!! Thumbs Up Thumbs Up
১৯ নভেম্বর ২০১৪ সকাল ০৫:৩২
229115
ওরিয়ন ১ লিখেছেন : আমাদের অনুসরনীয় ও অনুকরননীয় একমাএ রাসূল সাল্লেলাহু আলায়হে ওয়াসাল্লাম। অন্য কেউ নয়। মুসলমান ব্যক্তির চেয়ে আদর্শকে বেশী অগ্ররাধিকার দেয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
285746
১৯ নভেম্বর ২০১৪ সকাল ০৫:৩১
ওরিয়ন ১ লিখেছেন : আমাদের অনুসরনীয় ও অনুকরননীয় একমাএ রাসূল সাল্লেলাহু আলায়হে ওয়াসাল্লাম। অন্য কেউ নয়। মুসলমান ব্যক্তির চেয়ে আদর্শকে বেশী অগ্ররাধিকার দেয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
285747
১৯ নভেম্বর ২০১৪ সকাল ০৬:১৭
নাছির আলী লিখেছেন : আপনার এই সুন্দর লিখাটা সময় উপযুগি হয়েছে।
যাযাকাল্লাহ ।
আমরা বাবা চাচাদের জিবনি নিয়ে আলোচনা করবো
এবং যেটা ভাল সেটা গ্রহন করবো আর খারাপ টা
বর্জন করনো।
১৯ নভেম্বর ২০১৪ সকাল ০৬:৪৫
229124
ওরিয়ন ১ লিখেছেন : ঝাঝাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আপনাকে জান্নাত বাসী করুক, আমীন।
285767
১৯ নভেম্বর ২০১৪ সকাল ০৯:০১
মামুন লিখেছেন : আমাদের কি উচিত নয়, বাবা আর চাচাদের ব্যক্তিগত জীবনকে বেশী বেশী না ঘেঁটে উনাদের দেখানো আদর্শের কথা অনেক বেশী প্রচার করা। সেই আদর্শকে সমাজে প্রতিস্ঠিত করার আপ্রান প্রচেস্টা করা। তাহলে তো প্রকৃতপক্ষে বাবা চাচাদের সম্মান করা হয়। - সত্য বলেছেন।

আপনার দোয়ায় আমীন।

জাজাকাল্লাহু খাইর। Thumbs Up Thumbs Up Thumbs Up

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File