বাবা চাচা সমাচার
লিখেছেন লিখেছেন ওরিয়ন ১ ১৮ নভেম্বর, ২০১৪, ১০:৫২:২২ সকাল
বাবা আর চাচাদের অনেক অনেক সুনামের কথা আজকাল ফেইসবুক আর ব্লগে দেখতে পাওয়া যায়। উনারা অনেক অনেক ভালো লোক আছেন/ছিলেন, জীবনে কোনদিন অন্যায়ের কাছে মাথা নত করেননি, সারা জীবন সত্য প্রতিস্ঠার কাজে নিজের জীবনকে পরিচালিত করেছেন, সুখে-দুঃখে মানুষের কাছে পোঁছে গেছেন সকাল সন্দ্ব্যায় এইসব আর কি।
আমরা ও বলি উনারা অবশ্যই অবশ্যই ভালো লোক। কিন্তু যার কারনে উনারা এত এত ভালো গুনের অধিকারী, যে আদর্শকে বুকে ধারন করে উনারা নিজের জীবনকে সাজিয়েছেন, সে মহান আদর্শের কথা বাবা আর চাচাদের স্নেহের সন্তানেরা বেমালুম চেপে যাই কিংবা ভূলে যাই।
আমাদের কি উচিত নয়, বাবা আর চাচাদের ব্যক্তিগত জীবনকে বেশী বেশী না ঘেঁটে উনাদের দেখানো আদর্শের কথা অনেক বেশী প্রচার করা। সেই আদর্শকে সমাজে প্রতিস্ঠিত করার আপ্রান প্রচেস্টা করা। তাহলে তো প্রকৃতপক্ষে বাবা চাচাদের সম্মান করা হয়।
শুধুমাএ বাবা চাচাদের দোহাই দিয়ে মনে হয়, পার হওয়া যাবে না। আল্লাহর রাসূল সালে্ল্লাহু আলায়হে ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা সেই শিক্ষা পাই।
আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ বুঝার তৌফিক দান করুক, আমীন।
বিষয়: বিবিধ
১০৮২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর বিষয়ের অবতারণ করলেন! অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহ আপনাকে!
আমরা যেন বাপ-চাচাদের আলোচনা তাদের জীবন থেকে ভাল গুন শেখার নিয়তেই করি!!!
যাযাকাল্লাহ ।
আমরা বাবা চাচাদের জিবনি নিয়ে আলোচনা করবো
এবং যেটা ভাল সেটা গ্রহন করবো আর খারাপ টা
বর্জন করনো।
আপনার দোয়ায় আমীন।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন