জামাত-শিবির যেভাবে ভয়ংকর সন্ত্রাসে লিপ্ত !!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ১৮ নভেম্বর, ২০১৪, ১১:০৮:২৯ সকাল
একজন সাহসী কলামিস্ট লিখেছেন, ‘ওরা শুধু হত্যা করেই যাবে’! গত ৪১বছরের ফিরিস্তি গাইলেন । লিখাটা পড়ে অনেকগুলো বিষয়ে ভাবনার উদ্রেক হবে । যেমন, আগামী ৪১ বছর পরে এসে হঠাৎ যদি ৩য় মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত হয়, তাহলে বর্তমান ও সদ্য বিদায়ী ছাত্রশিবিরে সভাপতি দেলোয়ার ও আবদুল জাব্বার ও অন্যান্যরা উচ্চ আদালতের রায়ে ব্লগার রাজীব, ইমতিয়াজ আহমেদ বুলবুলের ভাই, নারায়নগন্জের কিশোর ত্বকি, চ্যানেল আইয়ের উপস্হাপক নুরুল ইসলাম ফারুকি, রাবির শিক্ষক ডঃ শফিউলের হত্যাকান্ডের জন্য সন্ধেহাতীতভাবে দোষি সাব্যাস্ত হবেন । কারন উপরোক্ত হত্যাকান্ডগুলো ঘটেছে এক-দেড়বছর পেরোয়নি ইতিমধ্যে জামাত-শিবিরের উপর দায়ভার চাপানো হচ্ছে ।
ব্লগার রাজীব - একাধিক বিয়ে, ছাড়াছাড়ি, পারিবারিক কারন বলে পুলিশের ধারনা । কিন্তু যেখানে খোদ প্রধানমন্ত্রী নিজে রাজীবের বাড়ী গিয়ে তার পরিবারকে শান্তনা দেয়, জামাতের রাজনীতি নিষিদ্ধের ঘোষনা দেয়, সংসদে শোক প্রস্তাব ও দোয়া করা হয় - সেখানে মামলার কি হবে ??
আহমেদ ইমতিয়াজ বুলবুলের ভাই খুন হবার পর একদিন টক শোতে দেখলাম উনি (বুলবুল সাহেব) খুবি দূঃখিত !! কেন উনার ভাইকে রাজীবের মত ২য় মুক্তিযুদ্ধের শহীদের মর্যাদা দেয়া হয়নি !!! এ হত্যাকান্ডটিও নারীঘটিত বিষয় বলেই পুলিশের ধারনা ।
ত্বকী -
খুনের পর চেতনা মন্চের চেতনা হঠাৎ বেশী করে উথলে উঠেছিল । অপু উকিল নামের এক যুব মহিলালীগের ক্যাডারকে দেখলাম সরাসরি বলছে, জামাত-শিবির সিরিয়াল কিলিং করে যাচ্ছে !!! অথচ ত্বকীর বাবার দাবী, আওয়ামী এমপি ও মাস্তান শামীম ওসমানের পরিবারের দিকে ।
টিভি উপস্হাপক ফারুকি -
সাথে সাথে ইউটিউবের ভিডিও বের করে ফারূকিদের বেরলবি আক্বিদার সমালোচনাকারিদের আসামি করে মামলা দায়ের করা হচ্ছে । তাতে জামাতের রোকন পর্যায়ের নেতারাও রয়েছে । চিটাগাইংগা সুন্নী নামধারীরা সালাফি, ওহাবি, আহলে হাদিস, দেওবন্ধী, জামাত-শিবির মওদুদী সহ সবাইকে এ হত্যাকান্ডের জন্য দায়ী করে ফতোয়া জারী করছে ।
ডঃ শফিউল ইসলাম -
সাথে সাথে মিডিয়ার মাতম শুরু হয়ে গেল । বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে জামাত-শিবিরের বিরুদ্ধে মিছিল হয়েছে । সংগ্রাম পত্রিকার উদ্বৃতি দিয়ে বলা হচ্ছে উনি মেয়েদের নেকাব পরার ঘোরতর বিরোধী ছিলেন বলে এই হত্যাকান্ড । এখন দেখা যাচ্ছে উনার বাসায় আটক অবস্হায় এক ছাত্রী উদ্ধারের কাহিনি ও নেপথ্যে ।
মিডিয়া যখন সত্য খবরটা পায় তখন আর প্রকাশ করতে হয়না । বা করলেও আগেকার মিথ্যাচারের জন্য কোন দূঃখ প্রকাশ করার কোন দায়বদ্ধতা তাদের নেই ।
৪১ বছর আগেকার ঘটনার জন্য কসাই কাদেরের পরিবর্তে যখন কাদের মোল্লার ফাসী হয়, চাক্ষুষ স্বাক্ষী ছাড়া যখন জামাত নেতাদের একের পর এক ফাসীর ফরমান জারী হয় । তখন পরবর্তী কবছর পরেই এইসব মিডিয়া ও বুদ্ধী বেপারীদের লেখাযোখা দিয়ে আদালত সন্ধেহাতীত ভাবে নিশ্চিত হবে সুপিরিয়র কমান্ড হিসেবে দেলোয়ার ও আবদুল জাব্বারাই এসব হত্যাকান্ডের মাষ্টার মাইন্ড ।
বিষয়: বিবিধ
১০৬৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন