চৌরাস্তা

লিখেছেন লিখেছেন নিরবে ০৪ এপ্রিল, ২০১৫, ০৭:৩৪:৫৫ সন্ধ্যা

ভাই ও বোনেরা , কয়েকমাস নিরবে থাকার পর ,নিরবে আবার সিদ্ধান্ত নিলো যে কিছু লিখবে। কিন্তু প্রাগৈতিহাসিক সেই সমস্যা আবার কাঠালের আঠার মত লেগে রইলো। কি লিখবে ? মাথা ফাকা।

প্রবাসজীবনের পানসে পান্তা ভাত আর চুরি করে পাকানো খিচুড়ি সৃজনশীলতা নষ্ট করার জন্য যথেষ্ট নয় কি?

নিরবে সত্যিই নিরবে দিনাতিপাত করছিলো তাই কেউ কথা বললে মনে হয় এখনি গিয়ে বুকে একটা ছোরা বসিয়ে দেই। যদিও এটা নজরুলের রাজবন্দীর জবানবন্দি নয়। মাঝে মাঝে শ্রিকান্তের সাথে গভীর রাতে নৌকা ভ্রমন করত নিরবে। যেখানে একটা নিষ্পাপ শিশুর প্রেতাত্না তার সকালটাকে শিউলিফুলে ভরিয়ে দিত। আবার কখনও বা সারার সংগে কাদত নিরবে।আহমদের সাথে তর্ক করত আর হাসত নিরবে। জীবনের এই চৌরাস্তার মোড়ে এসে সবাইকে আরো একবার জানলো নিরবে।

সাদাকালো জীবনের রংগিন আপনজনেরা এক নিমেষে বহুদুরে চলে গেল।

প্রতিদিন মাথাভর্তি গল্প বয়ে চলে নিরবে। কিন্তু সেই গল্পের ডিনামাইট ফাটিয়ে এবার বুঝি সে সিদ্ধান্ত নেবে মানুষ হবার।

বিষয়: সাহিত্য

১০৮২ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312898
০৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সবার মনে কিছু কষ্ট কিছু গ্লানি আবার কিছুটা তৃপ্তি আছে তাই বলে থেমে থাকা যাবে না ভাইজান।
০৫ এপ্রিল ২০১৫ রাত ০৮:৫১
254114
নিরবে লিখেছেন : ধন্যবাদ
312932
০৪ এপ্রিল ২০১৫ রাত ০৯:৪০
আহমেদ ফিরোজ লিখেছেন : চৌরাস্তা বলেই মাথা ফাকা। চিন্তা ভাবনাগুলো চারদিকে চলে যায়, এক রাস্তায় থাকলেই আর সমস্যা কম হবে
০৫ এপ্রিল ২০১৫ রাত ০৮:৫২
254115
নিরবে লিখেছেন : ধন্যবাদ
312934
০৪ এপ্রিল ২০১৫ রাত ০৯:৪৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৫ এপ্রিল ২০১৫ রাত ০৮:৫২
254116
নিরবে লিখেছেন : ধন্যবাদ
312962
০৪ এপ্রিল ২০১৫ রাত ১১:৩৫
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো
০৫ এপ্রিল ২০১৫ রাত ০৮:৫৩
254119
নিরবে লিখেছেন : ধন্যবাদ
312975
০৫ এপ্রিল ২০১৫ রাত ১২:৪৯
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
০৫ এপ্রিল ২০১৫ রাত ০৮:৫২
254117
নিরবে লিখেছেন : ধন্যবাদ
315395
১৭ এপ্রিল ২০১৫ রাত ০২:৫৮
বৃত্তের বাইরে লিখেছেন : ভালো লাগাটা নিরবে জানাতে পারলামনা Happy Rose Good Luck
১৭ এপ্রিল ২০১৫ রাত ০৩:১৫
256456
নিরবে লিখেছেন : সরব থাকুন সবসময়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File