বিলাসী বরষা
লিখেছেন লিখেছেন নিরবে ০৯ নভেম্বর, ২০১৪, ০৮:২১:৩৪ রাত
।
।
।
।
আগুনে তেতে উঠা পৃৃথিবী
তপ্ত নি:শ্বাসের হলকা
অদ্ভুত আকুলতা
অব্যক্ত প্রার্থনা
প্রখর শব্দে বিদীর্ন বাতাস
হঠাত মেঘদূতের আগমন
টুং টাং টুং টাং
রিন রিন টিন টিন
নেচে উঠলো জলপরী
হাওয়ার তোড়ে নিয়ে গেল সব বেদনা
আমার চোখে ঝাপসা পৃথিবী
ছিনিয়ে নিলো
সার্বজনীন কান্না হয়ে
ঝরে পড়লো সুন্দরীতমা
অপলক মুগ্ধতায়
অসীম শান্তিতে
অজানা আবেগে
হ্রদয় হাসানো ভালোলাগায়
নীড়হারা পাখির মতো ব্যাকুলতায়
হাত বাড়িয়ে ছুয়ে দিই
টুপুস করে ঝরে পড়া
একফোটা বরষা।
টুং টাং টিন টিন
রিন রিন টুপ টুপ...
বিষয়: বিবিধ
১১৫৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পড়ার জন্য ধন্যবাদ।
আপনার কবিতাটি পড়ে সেই কবিতাটির কথা মনে পড়লো।
এই লাইনটা আমাদের টিচার পড়ানোর সময় বারবার বলতেন।পড়ার জন্য ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন