বন্ধু ছাড়া life impossible...

লিখেছেন লিখেছেন নিরবে ০৬ নভেম্বর, ২০১৪, ০৬:২৬:৫৬ সন্ধ্যা

জীবনের ধুসর পাতায় সবুজতা এনে দিয়েছিলো যারা তাদের ভালো রাখার দুয়া দিয়ে শুরু করছি। আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু ব্যক্তি আছে যাদের কথা মনে পড়লে মন ভরে যায়।

নাগরিক জীবনে সময় কোথায় বন্ধুকে মনে করার?

কিন্তু তারপরও মনে পড়ে সেই হারানো দিনগুলো।

সাদিয়াকে প্রথম যেদিন দেখি পাক্কা ২ মি. তাকিয়ে ছিলাম। আন্টিকে আগেই দেখেছিলাম। উনি আমার কাছে জানতে চাইলেন আমি ক তে কি না?

আমি বললাম ,জি আন্টি। তারপর উনি সাদিয়াকে ডেকে বললেন "তোমার বন্ধু পাওয়া গেছে"। আমি এখনও ভাবি আল্লাহ মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন।

।.





.



খুব প্রানখোলা ছিল মেয়েটা। আরেকটা ব্যাপার আমার খুব ভালো লাগতো যে ও উচিত কথা মুখের উপর বলে দিতে পারতো।নিজের বোনের মত ভালোবাসি ওকে এখনও।

খুব ভালো ছাত্রী আর ভালো মেয়ে বলতে যা বোঝায় তা হলো

আয়মান । নিয়ম কানুন মেনে চলত সুন্দরভাবে। স্যারদের প্রিয় ছাত্রী ছিল। আমার ভালো স্টুডেন্টদের সাথে মেশার ব্যাপারে অ্যলার্জি আছে। ও প্রথমে আমার সাথে ফ্রেন্ডশিপ করে। সব ব্যপারে হেল্প করত খুব আন্তরিকভাবে। ক্লাসের সবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল ওর। এককথায় পারফেক্ট একটা মেয়ে। এখন ডাক্তার হয়ে গেছে তবুও সেই আগের মত খোজ খবর নেয়।

সুমাইয়া ভিষন ভালো মনের, যাকে বলা যায় সাদা মনের মানুষ।সবার সমস্যাকে নিজের সমস্যা মনে করে সমাধান করার চেষ্টা করত।মন খারাপ তো ওর একটা হাসি দেখলে পুরা মন ভালো হয়ে যেত। বাসার খোজখবর নিত যেন ও আমাদের পরিবারের একজন। সবার সাথেই এমন করত।

সিদ্দিকা সত্যিই সিদ্দিকা। তাকওয়ার ব্যপারে ও ফার্স্ট। এত সুন্দর করে হিজাব পরতো যে ম্যামরা মাঝে মাঝে মনে করত ও বুঝি কারো গার্ডিয়ান।পড়ালেখায় খুব সিরিয়াস।প্রচুর সাহসী আর খুব সুন্দর করে কথা বলত ও।

আমার কারনে টিচারের কাছে কথা শুনেছে ও কিন্তু আমাকে বুঝতে দেয়নি। টিচাররা ওকে বলতেন যে "১০ এর সাথে মিশলে পড়ালেখা হবে না"। হয়ত ওনারা ঠিকই বলতেন।

আমার বন্ধুদের কথা বললে শেষ হবে না। আজ এতকথা বললাম কারন এই মেয়েগুলার যেসব গুন ছিলো সেগুলা যেন আমরা নিজেরা আয়ত্বে আনতে পারি।

ও..................

.............. বাই দা ওয়ে আমার ভর্তি রোল ছিল ১০।

বিষয়: বিবিধ

১৬৩৫ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

281796
০৬ নভেম্বর ২০১৪ রাত ০৮:০২
০৬ নভেম্বর ২০১৪ রাত ০৯:০৮
225358
নিরবে লিখেছেন : কি ভাবছেন ভাপু?
281807
০৬ নভেম্বর ২০১৪ রাত ০৮:৫৪
আওণ রাহ'বার লিখেছেন : আমি যদি ২২ বছর হই আমার বন্ধু ৩২ বছর।
আমি যদি ২৪ হই আমার বন্ধু ৪০ বছর ।
তাহলে কেমন হয়?
০৬ নভেম্বর ২০১৪ রাত ০৯:১০
225359
নিরবে লিখেছেন : বন্ধুত্ব বয়স মেপে হয় না। আমার দাদিমা আমার সেরা বন্ধু।
পড়ার জন্য শুকরান।
281811
০৬ নভেম্বর ২০১৪ রাত ০৯:১৩
আফরা লিখেছেন : বন্ধুদের প্রভাব মানুষের জীবনে খুব বেশী পড়ে ।সেটা ভাল হোক আর মন্দ হোক ।তাই বন্ধু নির্বাচনে খুবই সর্তক থাকতে হয় ।

ধন্যবাদ আপু ।
০৬ নভেম্বর ২০১৪ রাত ০৯:১৬
225361
নিরবে লিখেছেন : ঠিক বলেছ আপুমনি। তবে ওপরওয়ালা আমার বন্ধু নির্বাচন করেছিলেন। আমি কখনো চিন্তাই করিনি এটা নিয়ে।বাকি জীবনটাও এভাবেই কাটাতে চাই। তার(আল্লাহ) গাইডে যেন আমি সবসময় থাকি।
281824
০৬ নভেম্বর ২০১৪ রাত ০৯:৩০
হতভাগা লিখেছেন : ''
সাদিয়াকে প্রথম যেদিন দেখি পাক্কা ২ মি. তাকিয়ে ছিলাম।''

০ আপনার কি সব মেয়ে বন্ধু নাকি ? সাদিয়া , আয়মান , সুমাইয়া , সিদ্দিকা ....

ইসলাম কি ছেলেতে মেয়েতে বন্ধুত্বকে সাপোর্ট করে ?

মেয়েদেরকে কি ছেলেদের সাথে ও ছেলেদেরকে কি মেয়েদের সাথে সুন্দর ভাষায় কথা বলার এবং মেশার ব্যাপারে বলা আছে , নাকি কিছুটা রুক্ষ ভাষায় কথা বলার কথা বলা আছে যাতে কারও মনে আকর্ষন না জন্মায় ?
০৭ নভেম্বর ২০১৪ সকাল ০৫:১১
225480
নিরবে লিখেছেন : জি,আমি মেয়ে।
আর হ্যা আমার জানামতে ছেলে মেয়ে বন্ধুত্ব ইসলাম সাপোর্ট করে না। ধন্যবাদ
০৭ নভেম্বর ২০১৪ সকাল ১০:৩১
225499
হতভাগা লিখেছেন : যদি মেয়েই হয়ে থাকেন তাহলে আরেকটি মেয়েকে দেখে ''পাক্কা ২ মিনিট'' কেন তাকিয়ে ছিলেন ? এটা তো হামেশা ছেলেরাই করে থাকে !
১৩ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
227091
নিরবে লিখেছেন : মেয়ে বলে কি আমি আমার বান্ধবীর দিকে তাকাতেও পারব না?Surprised Surprised Surprised
সুন্দরী বলে তাকিয়ে ছিলাম।সমস্যা কি?
১৩ নভেম্বর ২০১৪ রাত ০৯:৩৪
227144
হতভাগা লিখেছেন : আপনার রক্তে Testosteron এর পরিমান বেশী সাধারণ মেয়েদের তুলনায়
১৪ নভেম্বর ২০১৪ সকাল ০৭:৪১
227244
নিরবে লিখেছেন : সেটা কি জিনিস ভাই? বুঝেনই তো মুর্খ মানুষ...Tongue Tongue Tongue
১৪ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৪৫
227245
হতভাগা লিখেছেন : http://en.wikipedia.org/wiki/Testosterone
281914
০৭ নভেম্বর ২০১৪ সকাল ০৭:২৫
এবেলা ওবেলা লিখেছেন : বন্ধু মানে, তীব্র শীতে এক চিলতে রোদ্দুর। বন্ধু মানে, টিনের চালে বৃষ্টি টুপুর টুপুর। বন্ধু মানে, সব ভুলে যেয়ে আড্ডাখানায় মদ্য। বন্ধু মানে, ছন্দ বিহীন সুর-বেসুরো গদ্য। বন্ধু মানে, স্বার্থ ভুলে হাতে হাত রেখে চলা। বন্ধু মানে, হঠাৎ দেখায়, 'কই ছিলি তুই শালা?' বন্ধু মানে, এক কাপ চা ভাগাভাগি মারামারি। বন্ধু মানে, প্রতিটা সময় ভালবাসা --

আপনার বন্ধু প্রীতি দেখে ইর্ষা প্রকাশ করলাম -- প্রবাসে এসে আমি আমার বন্ধুদের বড় মিস করি--- Worried Worried
০৭ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৩০
225494
নিরবে লিখেছেন : প্রবাসেই বন্ধু বানিয়ে ফেলুন।কারন বন্ধু ছাড়া life impossible...
আল্লাহর সাথে বন্ধুত্ব করুন,এটাই সর্বোত্তম।
০৭ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৪১
225546
এবেলা ওবেলা লিখেছেন : আপুরে এখানে ছেলেরা সবাই ডলার কামানো নিয়ে দৌড় ঝাঁপে ব্যস্ত তাই কেউ বন্ধু হইবার চায় নাWorried Worried আর মেয়েদের বন্ধু বানাইবার চাইলে উনার স্বামিদের চেঁছনি খাইবার ভয়ে এটা করবার চাই না--Tongue Tongue
২৫ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৪৯
231533
নিরবে লিখেছেন : আল্লাহর সাথে বন্ধুত্ব করুন,এটাই সর্বোত্তম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File