সরলতা
লিখেছেন লিখেছেন নিরবে ২৬ অক্টোবর, ২০১৪, ০৯:৪৯:০৩ রাত
নীল আকাশটা যেমন,
মন খারাপ করে না
করলেও সেটা অনিন্দ্য সুন্দর।
বর্ষার পানিতে মুছে যাক
সম্পর্কের সব জটিলতা।
পাখির পায়ের চন্চলতা,
ডানায় যে স্বাধীনতা ,
জীবনটা হোক না সেরকম।
কান ছুয়ে যাওয়া বাতাস,
উড়িয়ে নিয়ে চলুক আমায়,
যেখানে শুধু আমি আর আমি,
যে আমিত্ব মোহনীয় সুন্দর।
বড্ড জটিল এই দুনিয়া
বড় কঠিন হিসাবের খাতা।
একটা নীল সমূদ্রে
নিরবে ডুবে থাকতে চাই,
যার নাম সরলতা।
বি:দ্র:এইটা কি লিখছি আমি নিজেও জানি না।
রবীন্দ্রনাথের মতো বলতে হয় "আমি লিখি না ,আমাকে কেউ লেখায়"।
পড়ার জন্য শুকরান
বিষয়: সাহিত্য
১২২৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ থাকল ---
সরল করে কেউ ভাবেনা.
ধন্যবাদ
সত্যি কথা বলতে কি যখন কেউ বলে যে আমার লেখা ভালো লেগেছে ,তখন ২ টা কথা মাথায় আসে...
১।আমি বোকা কারন সে ভদ্রতা রক্ষা করছে
২।সে বোকা কারন আমি মনে করি ভালো লাগার মত কিছু আমি লিখিনি।
তোমাকে ২ কেজি আদর দিলাম।
আমরা বোকার দল মিলে শুরু করব বকাবকি।
মন্তব্য করতে লগইন করুন