আমরা অতি ভদ্র জাতি
লিখেছেন লিখেছেন নিরবে ২১ অক্টোবর, ২০১৪, ০৯:৫৩:৪৭ রাত
আনন্দ উতসবে
বাড়াবাড়ি সীমাহীন,
ফালতু আবেগের
অপরাধ ক্ষমাহীন।
চন্চল বরষা
বড় বেশী উচ্ছল,
নীরবে চেয়ে থাকা
মোহনীয়,প্রান্জল।
দীপাবলির আগমন
জানি আমি স্পষ্ট,
রাতভর বাজি মেরে
কেন দাও কষ্ট ?
বিষয়: সাহিত্য
১১৫৯ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সত্যিই আমরা বাংগালীরা যে কি
বাস্তবTতার আলোকে লিখেছি।
ধার করব কেন?
মাথায় আসছে ,লিখছি।
যা হোক ধন্যবাদ
মনে হয় না আজ ঘুমাতে পারবো
মন্তব্য করতে লগইন করুন