সবুজ প্রেমের শেষ টুকু ...
লিখেছেন লিখেছেন নিরবে ১২ অক্টোবর, ২০১৪, ০৯:০৩:৩৬ রাত
কতো চন্চল ,কতো প্রানবন্ত এই সবুজ
খুশিতে ডগমগ ,
প্রানশক্তিতে ভরপুর।
নুয়ে পড়ে বারবার
কার আকর্ষনে?
রং ছড়ায় মনের কোনে
কার আকর্ষনে?
এই দুর্বার , এই উচ্ছল সুন্দর
এই টলমল লজ্জা
কার জন্য সাজায়?
ফুটফুটে রোদে দুষ্টুমিতে
মিষ্টি বৃষ্টির হাতছানিতে
চুইয়ে পড়া ভালোবাসায়
সিক্ত কে?
কোন সেজন , যার বিরহে কাতর
সবুজ গুচ্ছটা ?
কতো শান্ত ,অথচ তীব্র
এক আশ্চর্য আকর্ষনে
সে ডালি সাজায়
প্রভুর প্রেমে।
বিষয়: বিবিধ
১০৮০ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
আমার পোস্ট ১ম পাতায় যেত না।
তাই তো ভাবি!!!!
এবার বুঝেছি-
সুন্দর কবিতার আরেকটা ঠিকানা পাওয়া গেন
আলহামদুলিল্লাহ, জাযাকিল্লাহ
মন্তব্য করতে লগইন করুন