দুরদেশবাসিনি

লিখেছেন লিখেছেন নিরবে ০৪ অক্টোবর, ২০১৪, ০৬:৩৬:৪৯ সন্ধ্যা



হৈ চৈ হুল্লোড়, মিষ্টি আদর,

অভিমানির চোখে পানি

ভাইটা বাদর।



মেহেদিটা কেড়ে নিলো

অমনি এক বকা খেলো

আমার কদর।

রাতভর গল্প

হাসি আর গান

দাদুমনির মুখে হাসি

সাথে খিলি পান।

ভোর হলো

চোখ মেলো

এই যে ঈদ এলো

শুনছো আযান?



সারাদিন খুশিমনে

মায়ের শাসন মেনে

ছুটাছুটি ,ঘুরাঘুরি

আর

মজার খাবার চুরি।

দুর এক দেশে বসে

মনকে বাধছি কষে

"ছোট তুমি নও"

তবু ,

কান্না কেন আসে?



বিষয়: বিবিধ

১২২২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

271459
০৪ অক্টোবর ২০১৪ রাত ০৮:০৮
শেখের পোলা লিখেছেন : ভাল অনুভুতি প্রকাশ হয়েছে৷ ধন্যবাদ৷
১২ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২৯
217534
নিরবে লিখেছেন : Happy Happy Happy Happy
273524
১২ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১৬
নিরবে লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File