দুরদেশবাসিনি
লিখেছেন লিখেছেন নিরবে ০৪ অক্টোবর, ২০১৪, ০৬:৩৬:৪৯ সন্ধ্যা
হৈ চৈ হুল্লোড়, মিষ্টি আদর,
অভিমানির চোখে পানি
ভাইটা বাদর।
মেহেদিটা কেড়ে নিলো
অমনি এক বকা খেলো
আমার কদর।
রাতভর গল্প
হাসি আর গান
দাদুমনির মুখে হাসি
সাথে খিলি পান।
ভোর হলো
চোখ মেলো
এই যে ঈদ এলো
শুনছো আযান?
সারাদিন খুশিমনে
মায়ের শাসন মেনে
ছুটাছুটি ,ঘুরাঘুরি
আর
মজার খাবার চুরি।
দুর এক দেশে বসে
মনকে বাধছি কষে
"ছোট তুমি নও"
তবু ,
কান্না কেন আসে?
বিষয়: বিবিধ
১২২২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন