কে এই হাসান বিন সাব্বাহ?
লিখেছেন লিখেছেন নিরবে ০১ অক্টোবর, ২০১৪, ১০:০৫:৫৭ রাত
একজন বইপ্রেমি হিসাবে নতুন বই পেলে পড়ার চেষ্টা করি।ছাত্রজিবনে পাশের রুমের এক সিনিয়রের কাছ থেকে কিছু বই পড়ছিলাম।নামগুলো ঠিক মনে নেই।
সে বইতে দি গ্রেট সালাহুদ্দিন আইউবির সময়ের কিছু ঘটনা ছিলো।
যা হোক বইগুলা বেশ ভালো লাগে আমার।ঐ বইটাতেই প্রথম হাসান সাব্বাহ এর নাম পড়ি।তার সম্পর্কে বিস্তারিত জানার কোন সুযোগ ছিলো না।
সাইন্স এর স্টুডেন্ট হওয়াতে পড়ার চাপ ছিলো ।
অনেক দিন পর জানলাম তাকে।
লোকটা বেশ ইন্টারেস্টিং।
উইকিতে গেলে আপনই যা পাবেন>
হাসান সাবাহ (ফার্সি: حسن صباح; ১০৫০ এর দশক–১১২৪) ছিলেন একজন নিজারি ইসমাইলি ব্যক্তিত্ব। ১১ শতকে উত্তর পারস্যের আলবুরজ পর্বতমালায় তিনি একটি গোষ্ঠীকে তিনি তার পক্ষাবলম্বন করাতে সক্ষম হন। পরে তিনি আলামুত নামে পরিচিত একটি পর্বত দুর্গ অধিকার করেন এবং সেলজুক তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহের জন্য এটিকে সদরদপ্তর হিসেবে ব্যবহার করেন। তিনি একটি ফেদাইন গোষ্ঠী গঠন করেন। এর সদস্যদের হাশাশিন বা “এসাসিন” বলেও উল্লেখ করা হয়।
...........................................................................
এই লোকটা হাশিশ নামক মদ তৈরি করতে পারত।এটা পান করলে ২ দিন পর্যন্ত মানুষ ঘোরের বাইরে আসতে পারতো না।সে জান্নাত তৈরি করতে চাইতো।তার সুন্দর বাগান ও সুন্দরি ছিলো।সেসব সুন্দরিরা এই ঘোরে থাকা মানুষগুলাকে বলতো যে এটাই জান্নাত...নাউজুবিল্লাহ
যা হোক এই পথভ্রষ্ট লোকগুলাকে দিয়ে সে খুনের রাজত্ব কায়েম করল।বলা হয় যে মানুষকে সম্মোহিত করার কৌশলও তার আবিস্কার।
ওর ভক্তদের বলে assassins.হাশিশ থেকে এই নামকরন।
পারস্য তার বাড়ি।
আরো জানার চেষ্টা করছি।আপনাদের সাথে সেয়ার করলাম,কারন
১।যারা তাকে চিনে না চিনলো
২।যারা তাকে জানেন..।আমাকে সাহায্য করলেন তাকে জানতে.
বিষয়: বিবিধ
৩০৫০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে স্বাগত
পড়লাম, জাযাকাল্লাহ.. দোয়া করি
মন্তব্য করতে লগইন করুন