আই এসের এটা কেমন খেলাফত, যে মানুষেরা পালাতে গিয়ে মরবে, জেনেও পালিয়ে যায়?
লিখেছেন লিখেছেন ইসলামী দুনিয়া ০৩ সেপ্টেম্বর, ২০১৫, ১২:২০:৫৮ দুপুর
আমার মেয়ের বয়স ১০ মাস। সিরিয়াতে এই বাচ্চাটিকে দেখে বার বার আমার মেয়ের কথা মনে পড়ছে। এই বাচ্চাটির জন্মস্থান সিরিয়ায়। যুদ্ধ বিগ্রহের কবল থেকে বাচার জন্য পালাতে গিয়ে সমুদ্রে সবাই মারা গেছে। আর বাচ্চাটি তুরস্ক জলসীমার তীরে কোমল মৃত দেহটি পড়ে আছে। আল্লাহু আকবার পানিতে অনেক হিংস্র প্রাণী তারাও বাচ্চাটির দেহটিকে খেতে পারেনি, শিশুটির দেহটিকে দেখে সেই প্রাণীগুলোও মনে হয় অনেক কেদেছে। হয়তবা বাবা মায়ের দেহে যতক্ষন প্রাণ ছিল বাচ্চাটিকে বুকের সাথে আকড়ে ছিল। দেহ নিস্তেজ হওয়ার পর বুকের ধনকে আর বুকে রাখতে পারেনি, গভীর সমুদ্রের পনিতে ছেড়ে দিয়েছে। হায় মা, হায় বাবা, হায় সন্তান। কি করতে চেয়েছিলমা আর কি হয়ে গেল?
পূর্ণাঙ্গ নিরাপত্তা নেয়া পর্যন্ত খেলাফত যে ঘোষনা করা যায় না। এটা অন্তত আই এসের জানা উচিত ছিল। উচিত ছিল প্রধানদের কথা মেনে নেয়া। দারুল হরবে কখনো খেলাফতের ঘোষনা দেয়া ঠিক না এটা চোখে আঙ্গুল দিয়ে দেখানোর প্রোয়জন ছিল না। যেখানে খলিফা ও খলিফার সৈন্যরা প্রকাশ্যে চলাফেরা করতে পারে না, সে কিভাবে সাধারণ মানুষের খেদমত করবে? এই রকম খেলাফতকে সাধারণ মানুষ কিভাবে মেনে নেবে? আর যারা মানবে না তাদেরকে মুরতাদ আখ্যা দিয়ে শিরচ্ছেদ করা হবে? এটাকে কি খেলাফত বলবেন না জুলুম? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আর যারা সঠিক বুঝ পাওয়ার পরও সত্যকে প্রত্যাক্ষ্যান করবে তাদের ধ্বংস করে দিন। আমীন। আই এস সর্ম্পকে আরেকটিকে লেখা পড়তে পারেন- http://www.bd-monitor.net/blog/blogdetail/detail/9828/rju4/66313
বিষয়: বিবিধ
১৬২১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া।
মন্তব্য করতে লগইন করুন