আই এসের এটা কেমন খেলাফত, যে মানুষেরা পালাতে গিয়ে মরবে, জেনেও পালিয়ে যায়?

লিখেছেন লিখেছেন ইসলামী দুনিয়া ০৩ সেপ্টেম্বর, ২০১৫, ১২:২০:৫৮ দুপুর





আমার মেয়ের বয়স ১০ মাস। সিরিয়াতে এই বাচ্চাটিকে দেখে বার বার আমার মেয়ের কথা মনে পড়ছে। এই বাচ্চাটির জন্মস্থান সিরিয়ায়। যুদ্ধ বিগ্রহের কবল থেকে বাচার জন্য পালাতে গিয়ে সমুদ্রে সবাই মারা গেছে। আর বাচ্চাটি তুরস্ক জলসীমার তীরে কোমল মৃত দেহটি পড়ে আছে। আল্লাহু আকবার পানিতে অনেক হিংস্র প্রাণী তারাও বাচ্চাটির দেহটিকে খেতে পারেনি, শিশুটির দেহটিকে দেখে সেই প্রাণীগুলোও মনে হয় অনেক কেদেছে। হয়তবা বাবা মায়ের দেহে যতক্ষন প্রাণ ছিল বাচ্চাটিকে বুকের সাথে আকড়ে ছিল। দেহ নিস্তেজ হওয়ার পর বুকের ধনকে আর বুকে রাখতে পারেনি, গভীর সমুদ্রের পনিতে ছেড়ে দিয়েছে। হায় মা, হায় বাবা, হায় সন্তান। কি করতে চেয়েছিলমা আর কি হয়ে গেল?

পূর্ণাঙ্গ নিরাপত্তা নেয়া পর্যন্ত খেলাফত যে ঘোষনা করা যায় না। এটা অন্তত আই এসের জানা উচিত ছিল। উচিত ছিল প্রধানদের কথা মেনে নেয়া। দারুল হরবে কখনো খেলাফতের ঘোষনা দেয়া ঠিক না এটা চোখে আঙ্গুল দিয়ে দেখানোর প্রোয়জন ছিল না। যেখানে খলিফা ও খলিফার সৈন্যরা প্রকাশ্যে চলাফেরা করতে পারে না, সে কিভাবে সাধারণ মানুষের খেদমত করবে? এই রকম খেলাফতকে সাধারণ মানুষ কিভাবে মেনে নেবে? আর যারা মানবে না তাদেরকে মুরতাদ আখ্যা দিয়ে শিরচ্ছেদ করা হবে? এটাকে কি খেলাফত বলবেন না জুলুম? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আর যারা সঠিক বুঝ পাওয়ার পরও সত্যকে প্রত্যাক্ষ্যান করবে তাদের ধ্বংস করে দিন। আমীন। আই এস সর্ম্পকে আরেকটিকে লেখা পড়তে পারেন- http://www.bd-monitor.net/blog/blogdetail/detail/9828/rju4/66313

বিষয়: বিবিধ

১৬২১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339383
০৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:১৮
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : খেলাফত রাষ্ঠ্রক্ষমতার সাথে জড়িত না, জড়িত নবুয়তের সাথে। খলিফা রাষ্ট্রক্ষমতায় থাকতেও পারেন আবার রাষ্ঠ্রক্ষমতায় নাও থাকতে পারেন। আর আইএস ইজরাইল-আমরিকা সৃষ্ট মিলিশিয়া বাহিনী। এই বাহিনীকে দিয়েই লিবিয়ার গাদ্দাফীকে অপসারণ করা হয়েছিল, মিশরে বিশৃংক্ষলা সৃষ্টি অবশেষে সিরিয়া ও ইরাকে সুন্নী গণহত্যার পরিপেক্ষিতে সুন্নীদের ক্ষোভকে পুঁজি করে ইরাক-সিরিয়ায় তথাকথিত খেলাফত রাষ্ঠ্রের সৃষ্টি যা একইসাথে আমেরিকা-ইজরাইলকে সুযোগ করে দিয়েছে ইসলামের তকমা লাগিয়ে মুরতাদ ঘোষণা দিয়ে প্রতিদ্বন্দি আল কায়েদাকে নির্মূল করতে সাথে সাথে ইসলামের নামে এইচডি ডকুমেন্টারী বানিয়ে তা মিডিয়ার মাধ্যমে প্রচার করে এটা প্রমাণ করতে যে, আমেরিকার তথাকথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধ ছিল সঠিক। ১৪ লাখ ইরাকি হত্যা আর আফগান ধ্বংশ কোন অপরাধ নয়।
০৩ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:১৫
280757
ইসলামী দুনিয়া লিখেছেন : ধন্যবাদ।
339388
০৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমি একটি পোষ্ট দিয়েছি মুহাম্মদ আসাদ এর উপর। তিনি তার বিখ্যাত বই "মক্কার পথ" এ আই এস এর মত উগ্র সেীদি ইখওয়ান গোষ্ঠির সম্পর্কে তদন্ত করতে গিয়ে দেখেন যে পাশ্চাত্যর সাথে সম্পর্ক রাখার বিরোধি এই গোষ্ঠি অর্থ ও অস্ত্র সাহাজ্য পাচ্ছে বৃটেন থেকে!
০৩ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:১৬
280758
ইসলামী দুনিয়া লিখেছেন : সুন্দর তথ্য দেয়ার জন্য ধন্যবাদ।
339392
০৩ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:১০
আবু জান্নাত লিখেছেন : আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আর যারা সঠিক বুঝ পাওয়ার পরও সত্যকে প্রত্যাক্ষ্যান করবে তাদের ধ্বংস করে দিন। আমীন
সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া।
০৩ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৩৭
280759
ইসলামী দুনিয়া লিখেছেন : আমাদের দোয়া কবুল করুন। আমীন।
339489
০৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:০৬
সাদা লিখেছেন : আই,এস কারা চালায়,কারা একে অর্থ এবং অস্ত্র দেয় তা কারো অজানা নয়।শুধু দূঃখ এটাই মুসলমানরাই আজ মুসলমানদের বড় শত্রুতে পরিনত হয়েছে।
০৪ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৩৯
280883
ইসলামী দুনিয়া লিখেছেন : তাদের বড় বড় পদগুলোতে বার্থ পার্টির সদ্যস্যগুলো অধিষ্টিত, তাই বিপর্যয়।
339516
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:৪১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আই এস কোন ইসলামী মতের বলে মনে হয়না!
০৪ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৩৯
280884
ইসলামী দুনিয়া লিখেছেন : বেশির ভা্গই খারেজিদের লক্ষন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File