ছোট গল্পঃ অণু গল্পের শিরোনাম (রমা)
লিখেছেন লিখেছেন এ এম ডি ২৯ সেপ্টেম্বর, ২০১৪, ০২:৩৭:১৮ দুপুর
অনেক দিন হয়েছে এ যাত্রায় বাড়ি থেকে আসা আজ কদিন ধরে রমার কথা বড্ড বেশি মনে পড়ছে ।এবার আসার সময় অনেকতা সময় পর্যন্ত রমা আমার পথের দিকে চেয়েছিল মনে হয় কিছু বলতে চেয়েছিল সে আমায় তা আর বলা হয়ে উঠেনি। আসার সময় কয়টা টাকা কড়ি রমার হাতে দিয়ে আসলে কি এমন ক্ষতি হতো যা হোক এযাত্রায় বাড়িতে যেতে আমার আর মাস তিন লাগবে। দেখি সন্ধ্যায় বেনু মাসিকে টেলিগ্রাম করে দিমু যাতে কয়টা টাকা পয়সা দেয় রমার হাতে তার হাত খরচের জন্য। সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে থেকে একটি খাম কিনে নিলাম টেলিগ্রামের জন্য। আজ সন্ধ্যায় অফিস থেকে আসার সময় যা দেখলাম মদন পাড়ায় কীর্তন খেলা । আজ বোধহয় নতুন কীর্তি আইছে দেখি কাল ছুটির দিন তাই কালকে সন্ধ্যায় আরেক বার মদন পাড়ার দিকে এক ফাক এক নজর দেখে আসবো নতুন কীর্তিদের লীলা খেলা । রবি বার দুপুরে একটু শুয়েছিলাম হঠাৎ করে আবার মদন পাড়ার কথা মনে পড়ল না একটু ঘুমিয়ে নেই তার পর বিকেলের দিকে মদন পাড়ায় গিয়ে মিনতি মাসির সাথে দেখা করে মিনতিমাসির নতুন কীর্তিদের সাথে একটু ফুর্তি ফার্তা করে মনের লুকিয়ে থাকা আঘাতে জ্বালাগুলো একটি কমিয়ে আসবো । মিনতি মাসি আজকাল তার ঘরে নিত্য নতুন কৃত আনা শুরু করেছে । এইত সেদিন একবার দেখে আসলাম এক বাচা আইছে বাচা ধন এখন মনে হয় প্যান খুলে মূত্র করার ক্ষমতা হবেনা অথচ আইছে মিনতি মাসির গোল ঘরে গোলা পানি খাইতে আর নতুন কীর্তিদের সাথে রংতামসা করার জন্য । এ কথা ও কথা ভাবতে ভাবতে বিকেল হয়ে আসলো আহাঃ মনে হচ্ছে শরীর কেমন জানি বরফে জমাতি বেঁধে গেছে না আর শুয়ে থাকা যাবেনা বিকাল হয়ে গেছে এবার ওঠা যাক আর মদনপুরের দিকে যাওয়া যাক সকালে চিন্তা করে রেখেছি বিকালে মদন পাড়া মিনতি মাসির ঘরে আজ নতুন কৃতদের সাথে রাত প্রহর যাপন করব । মিনতি মাসির ঘরে নতুন কৃতদের কথা ভেবে ভেবে বিছানা ছেড়ে উঠলাম শরীর কেমন জানি মিচ মিচ করতেছে । হাতমুখে জ্বল ছিটিয়ে বিকালের জল চা শেষ করে বেরিয়ে গেলাম মদন পাড়া মিনতি মাসির ঘরের উদ্দেশ্যে। মিনতি মাসি দেখে সে কি যে বকুনি শুরু করল কিরে লুচ্চার বেটা এতদিনে মাসির ঘরের কথা মনে পড়ল । আয় বাপু বছ এখানে বলে আমাকে একটা চেয়ার টেনে দিল আর নিশিকান্তিরে ডাক দিয়ে বল্ল নিশিকান্তি মোর দুর সম্পর্কে দিদি পুত এসেছে ওরে তোর ঘরে নিয়ে যা আর দেখ মোর দিদি পুতের ক্ষমতাখানি যা বেটা যা ওর ঘরেই আজ তুই থাকবি বলে মিনতি মাসি আমাকে পাঠিয়ে দিলেন নিশিকান্তির ঘরে। মাসির কথা অনুযাই আমি নিশিকান্তির সাথে তার ঘরে চলে গেলাম । নিশিকান্তি পথমে আমাকে এক গ্লাস ঘোল পানি দিল আর তা আমি ঢক ঢক করে গিলে ফেল্লাম ।না আজ মনের ভিতরে কেমন জানি নিশিকান্তিকে দেখে বার বার রমার কথা মনে পড়ছে । না আমি এখানে ফুর্তি ফার্তি করব আর ও দিকে আমার রমা অন্য কোন পুরুষের সাথে রাত কাটাবে । না এটা রমার প্রতি আমার ভীষণ অন্যায় না আমি এই অন্যায় করতে পারবো না । আমি কালকে অফিস থেকে কয়েক দিনের জন্য ছুটি নিয়ে বাড়িতে যাব আর কয়েক দিনের জন্য রমার সাথে থেকে ওকে সময় দিয়ে আসবো।
বিষয়: সাহিত্য
১৩৫৪ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি আমার গল্পে এতাই বুঝাতে চেয়েছি আমরা অনেক পুরুষ আছি যারা ঘরে সতিসাবি স্ত্রী থাকা সত্যেও পরকিয়া করি ।
ঠিক আমি যদি পরকিয় ব্যস্তথাকি তাহলে আমার স্ত্রীয় পরকীয় প্রেম করতে পারে তাই আমার সেসব ভাইদের উর্দ্ধেছে লেখা ।
আর আপনি কি আপু হবেন না ভাইয়া।
আপনার গল্প পড়ে মানুষের মনে শুভ বুদ্ধির উদয় হোক ।
সবই আপনাদের কাছ থেকে শেখা ।
আপনাকে আজ পথম দেখছি আমার ব্লগে আমার ব্লগে স্বাগতম ।
মন্তব্য করতে লগইন করুন