হে কবিগণ হে পাঠকগণ
লিখেছেন লিখেছেন এ এম ডি ২৫ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:১৮:২৮ সকাল
হে নব কিশোর হে নব কিশোরি,
ওরে নব উতবিঘন্ন তরুন দল,,
এখন সময় আছে জেগে ওঠো,
এখন আছে তোমাদের গায়ে শক্তি ,,
আর মনে আছে বল ।।
পাড়বে তোমরা পাড়বে,,
সমাজতাকে বদলাতে ,,
দুখের বাণী হাতের মুঠোয় নিয়ে
সুখতাকে বিলাতে ।।
জীবনতাকে যুদ্ধ ময় করে তুল,,
খোলো খোলো নংঙড় খোলো,,
তোলো তোলো হাতে অস্ররের পরিবর্তে কলম তোলো ।।
এখন সময় আছে শরীলের রক্ত গরম,,
নিজের জন্য নয়রে বোকা
ঘোতা জাতির জন্য লড়াই,,
কিছের লজ্জা আর কিছের সরম।।
হে কবিগণ হে পাঠকগণ ,,
এখন সময় আছে,
বাচাতে পারবে না কেও আছে যোদি মরণ ।।
তাই আর দেরি নয়
এখনই নতুন করে জীবনতাকে করে নেও বরণ ।।
চলবে দিন বদলের পালা,,
পুরো জাতিকে গলায় পড়াতে হবে শিক্ষার মালা।।
বিষয়: বিবিধ
৮৯০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন