পাঁচ বছর পূর্ণ হলো
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৫ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:০১:০৯ সকাল
মাত্র সেদিন তাহার সনে ঘর বাঁধিলাম । কিন্তু এরই ফাঁকে পাঁচ বছর পূর্ন হয়ে গেল । সময়টা এত তাড়াতাড়ি চলে গেলো বুঝিতেই পারিলাম না । আজকের এই পাঁচ বছরপূর্তিতে নেই কোন আয়োজন কিংবা কোলাহল । তবে দুজনের মনের গহীনে যে আয়োজন অবিরত কোলাহলের জন্ম দেয় তা যেন থাকে জনম জনম । কি হবে বাহ্যিক আয়োজন ও কোলাহল দিয়ে যদি মনে সুখ না থাকে । দুজনেই ভাল আছি এবং সুখে আছি । আজকের এই দিনে সকলের নিকট দোয়া প্রার্থী ।
বিষয়: বিবিধ
১৩৪৫ বার পঠিত, ৩৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উত্তরে সে বলবে: একটি সকাল কিংবা একটি বিকাল! আর এই ক্ষনকালের সময়টাকে নিয় দুনিয়াতে দাম্ভিকতা করতাম, ইস্ কতই না ভাল হত, যদি সময় থাকবে বুঝতাম............ অনেক ধন্যবাদ
অভিনন্দন!
এই কারাগার থেকে মুক্তি নাই আর।
আপনাদের দুজনকে ব্লগে দেখা যায়না কেন?
অনেক অনেক শুভ কামনা। কাছাকাছি থাকলে কিন্তু ঐ মিষ্টি এবং কেক গুলা একাই খেতাম।
মন্তব্য করতে লগইন করুন