বেচারা, কেষ্টা বেটা
লিখেছেন লিখেছেন আরাফাত হোসাইন ২৯ আগস্ট, ২০১৪, ১০:৫৮:৫৮ রাত
যেখানে যত অঘটন ঘটবে চোখ বন্ধ করে বলে দেয়া যায় দোষ কার।কার আবার? উত্তর মুখস্থ তোতা পাখির মত।কার ভাড়া ভাতে কে দিয়েছে পা,কার গরুতে ধান খেয়েছে? জামায়াত শিবির, জামায়াত শিবির। আচ্ছা, যদি ভূমিকম্প হয় অথবা শিলাবৃষ্টি কিংবা আরো ভয়ংকর কোন বিপর্যয় তাহলেও কি জামায়াত শিবিরের দোষ হবে? হতেও পারে কারণ অ্যালার্জিওয়ালাদের স্বপনে জাগরণে এই একটাই চিন্তা ঠিক কবিগুরুর পুরাতন ভৃত্য কবিতার গিন্নীর মত চোর একজনই। বেচারা কেষ্টা বেটা। গিন্নীসাহেবানদের উপর জামায়াত শিবির রাগ করে না কারণ তারা জানে, "তারা আল্লাহর আলোকে ফুৎকারে নিভাতে চায় কিন্তু আল্লাহ তার আলোকে পূর্ণরুপে উদ্ভাসিত করেন যদিও অবিশ্বাসীরা তা অপছন্দ করে।" আস সউফ ৮
বিষয়: বিবিধ
৯৬৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে।
মন্তব্য করতে লগইন করুন