তারা প্রেম করে পাপ করে আর ইসলামিস্টরা বিয়ে নিয়ে পোস্ট দিয়ে পাপ করে...

লিখেছেন লিখেছেন বুদ্ধিবৃত্তিক সঞ্চারণ ২৯ আগস্ট, ২০১৪, ১০:২৬:৩০ রাত

বিসমিল্লাহির রাহমানীর রাহীম

ফেইসবুকের ফ্লুইডিটি বেড়ে যাওয়ার সাথে সাথে আমাদের দেশের ইসলামপন্থীদের চারিত্রিক দিকের ক্ষতি দিন দিন বেড়েই চলেছে। এরাও আজকাল অবচেতনভাবে শয়তানকে সহায়তা করে। তারা প্রেমের বিরোধিতা করেন তীব্র ও বাজে ভাষায়...জানি না দাওয়াত দিতে গেলে কাউরে নাকে ঘুষি মেরে বলবে নাকি যে ইসলামে প্রেম হারাম আর তুই বেটা প্রেম করতাছস আমার সামনে, আবার ইসলামের দাওয়াত দিলে গ্রহণ করস না...যাহ শালা কুফফারের দল!!

আজকাল ফেইবুকের ইসলামিস্টদের মাঝে ঐসব প্রেমপন্থীদের রোগের চাইতেও বড় কিছু রোগ দেখা দিচ্ছে সেদিকে খেয়াল নাই তাদের...যত খেয়াল কাকে কুফফার আর মুনাফিক ফতোয়া দিয়ে ঝাড়বে, ইচ্ছামত গালিগালাজ করবে, যা খুশি তাই স্যাটাইয়ার লিখে বকবে।

বিয়ের পোস্ট দেখলেই ফেইসবুকের ইসলামিস্ট্রা ঝাপিয়ে পড়বে...কিন্তু কোরআনের পোস্ট দেখলে এড়িয়ে যাবে...এরা শান্তি খুজে একজন নর-নারীর শরীরে...

আল্লাহর দিকে গিয়ে যে আল্লাহর সন্তুষ্টি ও তাঁর কাছে নিরবে চাইবে একজন পবিত্র সংগী সেটা না করে ফেইসবুকের কমেন্টে পবিত্র মেয়ে চেয়ে কমেন্ট করে !! এরাই আবার ইসলাম ইসলাম করে আর আল্লাহর সাথে একান্ত দোয়ার পরিবর্তে কমেন্টে বউ চায়!! – কতটা চারিত্রিক অবনতি আমাদেরকে ফেইসবুক করে দিচ্ছে
...ইসলাম নিয়ে পড়াশুনা করবো না কিন্তু ফেইসবুকে ইসলামী বউ চাই, ইসলামী শরীয়া চাই ...এইতো মুসলিম জাতি !!

আরে ভাই, ইসলামে প্রেম হারাম কিন্তু আফনে যে বিয়ে নিয়ে পোস্ট দিয়ে মজা নিতেছেন আল্লাহর একটি পবিত্র শরিয়ার নিয়ম নিয়ে সেদিকে কি আপনার চোখ যায় না? আপনার পোস্টের নীচে আরো মজাদার কিছু কমেন্ট থাকে সেদিকে কি চোখ যায় না?...না না , ইসলামে কি মজা করার বিধান নাইক্কা ভাই?...আফনে এইরাম করেন কেন?

হুম, ইসলামে মজা করার বিধান আছে...কিন্তু ইসলামের কোন বিধান নিয়ে মজা বা মস্করা করার বিধান নেই...সেগুলো মক্কার সেই কাফেররাই করত...কোন মুসলিম ইসলামের নিয়ম, তথা আল্লাহর শরিয়ার কোন রুল নিয়ে কখনই মজা করে না।



যদি তুমি তাদেরকে প্রশ্ন কর, অবশ্যই তারা বলবে –আমরা আলাপচারিতা ও খেল তামাশা করছিলাম। বল আল্লাহ তাঁর আয়াতসমূহ ও তাঁর রাসূলের সাথে বিদ্রুপ করছিলে। (সূরা তাওবাহ-৬৫)



ইমাম ইবনে তায়মিয়ার র বলেন আল্লাহর আয়াত ও তাঁর রাসূলকে কটাক্ষ করা কুফুরি। এর মাধ্যমে মানুষ ঈমান আনার পরও কাফের হয়ে যায়। (মাজমু ফাতাওয়া ২৭৩/৭)

সুতরাং হে ফেইসবুকের ইসলামপন্থীরা...একটু মুখে আটা লাগিয়ে রেখো...নিজের চরিত্রকে ফেইসবুকের অবাদ ব্যবহারে নষ্ট করে দিওনা...ফেইসবুককে হাতে রাখো...যখন তা মন্দ কাজে ব্যবহৃত হয় তখন যেন ছুড়ে ফেলে দিতে পারো...কখনই একে হৃদয়ে প্রবেশ করতে দিও না...যেখানে ফেইসবুক নয়, আল্লাহকে রাখো।

বিষয়: বিবিধ

১৩১২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

259495
৩০ আগস্ট ২০১৪ রাত ০৪:১৫
কাহাফ লিখেছেন : ভালো লাগলো,ধন্যবাদ।
259511
৩০ আগস্ট ২০১৪ রাত ০৪:৪৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভাইরে আমরা যারা বয়স বেড়ে যাবার পরেও বিয়ে করতে পারছিনা, তারা ফেসবুক ব্লগে বিয়ে নিয়ে লিখে একটু মনের হা হুতাশ কমাই। তবে হা, তা নিয়ে অতিরঞ্জন মোটেও শোভন নয়। আপনাকে অনেক ধন্যবাদ।
259516
৩০ আগস্ট ২০১৪ রাত ০৪:৫৯
বাজলবী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
259546
৩০ আগস্ট ২০১৪ সকাল ০৮:০৮
মামুন লিখেছেন : অনেক ভালো একটা লেখা উপহার দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইলো। Rose Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File