নিষ্ঠুর অভিমান
লিখেছেন লিখেছেন সত্যলিখন ৩০ আগস্ট, ২০১৪, ০১:১০:৩৫ রাত
নিষ্ঠুর অভিমান
অজ্ঞ জ্ঞানহীন গতিহারা দিশেহারা ছিল জীবন,
রোগে শোকে ক্লান্ত পরিশ্রান্ত তিক্ততা ছিল জীবনে,
রোদ বৃষ্টি ঝড়ে নেতিয়ে পড়েছিলাম পথের দ্বারে,
ঈমান-ধৈর্য্যের ছাতাটি মেলে ধরলে মাথার পরে ।।
জীবনের শ্রেষ্ট্য সন্মানিত আদর্শ শিক্ষক হয়ে মোর
মনের না বলা কথার মালা লিখে প্রকাশ করতে শিখালে,
লিখার জগতে হাতে খড়ি দিয়ে ঘসেমেঝে সাজাতে মোর লেখা,
লিখে ভয়ে ভয়ে মরি না জানি কি বকু্নি দেয় শিক্ষকগুরুজী।।
না জেনে না বুঝে না হয় করেই ফেলেছি কোন দোষ
তাই বলে কি বন্ধু আর নিবে না কোনদিন মোর খোজ?
কত পাপীর অপরাধ ক্ষমা করে মোর প্রভূ ক্ষমাকারী,
ক্ষমা করা মহৎ গুন ,সেই গুনটি ঞ্ছিল তোমার বহুগুন।।
বন্ধু !তোমার উপকারের ঋন শোধ হবে না কোন দিন,
বদ্ধ খাচার অষ্ট প্রহরীর চোখে ধুলা দিয়ে আসব প্রতিদিন।
এ কোন নিষ্ঠুর অভিমান করে চলে গেছ আজ বহু দূর।
আল্লাহর আরশে নীচে দেখা হলে তখন কি অভিমান হবে দুর?
বিষয়: বিবিধ
১৮৫৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে শাসন করা তাকেই সাজে, আদর করে যে। যে বেশি ভালবাসে, তার শাসনটাও যে বড়ই মধুর লাগে।
ধন্যবাদ আপু, একবার ফেসবুকে পড়েছি লিখাটি, এখনানেও পড়লাম। ডাবল ধন্যবাদ পাওনা রইল।
কষ্টের জগদ্দল পাথর যতই ভারী হোক না কেন বুঝার মত কেউ থাকলে তা আর বহন করা তত কঠিন মনে হয় না।
দুঃখ যতই যাতনা বেদনা দায়ক হোক না , শেয়ার করার মত কাউকে পেলে তা অনেক হালকা হয়ে যায় ।
আর কিছু কিছু মানুষ কে আপনি যতই আপন ভেবে আপনার হৃদয়ের ভালবাসা উজাড় করে দেন, তারা তাদের স্বার্থ ১৬ আনা পুরা না ফেলে আপনার ভালবাসা তাদের স্বার্থের কাছে কিছুই না।
জাজাকাল্লাহু খাইরান।
কখনও কখনও মনে হয় বুকের ভিতরে
বিন্দু বিন্দু বিশ্বাস দিয়ে গড়ে উঠা বহুতল
ভালবাসার প্রাচীরটা এই বুঝি অসহায়
আর মজলুম হয়ে ভেঙ্গে পড়ে যাবে।
আল্লাহর কাছে খালিস মনে সাহায্য চেয়ে
সবরের পথ অবলম্ভন করলে সেই
ভালবাসার প্রাচীর আরো মজবুত হয়।
সুন্দর কবিতাটির জন্য অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন