তালাক!!!তালাক!!!তালাক!!!!!!!

লিখেছেন লিখেছেন আজিম বিন মামুন ২৩ আগস্ট, ২০১৪, ০৮:০৪:৪৫ রাত



তালাক শব্দটিকেই ইংরেজীতে Divorce বলা হয়ে থাকে।তবে দুনিয়ার আইন ডিভোর্স খুবই সহজ একটা ব্যাপার যেখানে স্বামী-স্ত্রী দুজনেই দুজন কে এটা করতে পারে।কিন্তু ইসলামী শরীয়তে বিষয়টির বিস্তারিত বর্ননা “বেহেশ্তী জেওর”নামক কিতাবে দীর্ঘ ছয় পৃষ্ঠা জুড়ে করা হয়েছে।

তাই সাধারণভাবে বোঝার জন্য সারসংক্ষেপ তুলে দিলাম।আরও জানার আগ্রহ থাকলে উক্ত কিতাবের চতুর্থ খন্ড সংগ্রহ করবেন।

মাসআলা:তালাক দেওয়ার সম্পূর্ণ ক্ষমতা স্বামীকে দেওয়া হয়েছে,স্ত্রীর তাতে আদৌ কোন ক্ষমতা নেই।অতএব স্বামী যদি তালাক দেয়,আর স্ত্রী যদি গ্রহন না করে,তবুও তালাক হয়ে যাবে।স্ত্রী নিজের স্বামীকে তালাক দিতে পারেনা।

মাসআলা:স্বামী মুখে বলিল,“আমি আমার স্ত্রীকে তালাক দিলাম”এতটুকু জোরে বলেছে যে নিজে এই শব্দগুলো শুনেছে,এতটুকু বলাতেই তালাক হয়ে যাবে।কারও সামনে বলুক বা একাকী বলুক,স্ত্রী শুনুক বা না শুনুক সর্বাবস্হায় তালাক হয়ে যাবে।

মাসআলা:তালাক তিন ধরনের:১তালাকে বায়েন(মোখাফ্ফাফা)২তালাকে বায়েন(মোগাল্লাযা)৩.তালাকে রজয়ী

***হাদীস শরীফে আছে, “স্ত্রীকে যতক্ষণ পর্যন্ত ফাহেশা কাজে প্রবৃত্ত না পাও ততক্ষন পর্যন্ত তাকে তালাক দিওনা।কেননা,আল্লাহ পাক বিভিন্ন স্হানের স্বাদ গ্রহনকারীকে পছন্দ করেন না,সে পুরুষ ই হোক আর স্ত্রী ই হোক”এ হাদীসের দ্বারা বোঝা যায় যে,যদি স্ত্রী সতিত্ব নষ্ট করতে প্রবৃত্ত হয় বা এধরনের কোন কাজ করে থাকে,তবে তালাক দেওয়া যায়।

বিষয়: বিবিধ

১১১৫ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257504
২৩ আগস্ট ২০১৪ রাত ০৯:৩৪
আবু সাইফ লিখেছেন : তালাক কোন "ছেলেখেলা" নয়!
এটি জীবনঘাতি হাতিয়ার হাতে নিলেই সর্বনাশ!!

তাই অনেক ভেবেচিন্তে, পরামর্শ করে, সকাল বিকল্পপথ রুদ্ধ হয়ে গেলে, তবেই ধীরেসুস্থে সুন্নাত নিয়মমাফিক তালাকের তলোয়ার হাতে নেয়া উচিত
২৫ আগস্ট ২০১৪ সকাল ১১:২৭
201695
আজিম বিন মামুন লিখেছেন : জাযাকাল্লাহ।
257524
২৩ আগস্ট ২০১৪ রাত ১০:২৯
আবু জান্নাত লিখেছেন : যারা তালাকের মাসআলাই জানে না, শরীয়তের নূন্যতম নূন্যতম জ্ঞ্যান যাদের মধ্যে নেই, যারা নিজেদের মডার্ণ মনে করে,ধার্মীক ব্যাক্তিদের বোকা মনে করে, যুগের সাথে তালমিলানো যাদের চিরাচরিত অভ্যাস, আধুনিক অধুনিক ভাব, ফ্যাশন পোষন মস্তিষ্ক, ধর্ম নিরপেক্ষ ও বেহায়া, মাদকাশক্ত, জুয়াড়ি ইত্যাদি এদের মধ্যেই তালাক দেওয়ার প্রচলনটা বেশি দেখা যায়। এদের মধ্যে অনেকে আবার তালাক কেও ফ্যাশন মনে করে। আল্লাহ তায়ালা আমাদের হেফাজত করুক।
২৫ আগস্ট ২০১৪ সকাল ১১:২৮
201696
আজিম বিন মামুন লিখেছেন : সহমত।এবং শেষ বাক্যে আমীন।জাযাকাল্লাহ।
257609
২৪ আগস্ট ২০১৪ সকাল ০৬:১১
কাহাফ লিখেছেন : শরিয়তে সবচেয়ে নিন্দনীয় বৈধ বিষয় হল তালাক,এবিষয়ে সাবধান হতে হবে......।
২৫ আগস্ট ২০১৪ সকাল ১১:৩১
201700
আজিম বিন মামুন লিখেছেন : অবশ্যই,স্বয়ং মহাশক্তিশালী পরাক্রমশালী আল্লাহ এর নিন্দা করেছন।জাযকাল্লাহ বিল খইর।
257661
২৪ আগস্ট ২০১৪ সকাল ১১:০৪
নিশিকাব্য লিখেছেন : অনেক ধন্যবাদ,অজানা ছিল জাানলাম।
২৫ আগস্ট ২০১৪ সকাল ১১:৩৪
201703
আজিম বিন মামুন লিখেছেন : জাযাকাল্লাহ।
257749
২৪ আগস্ট ২০১৪ দুপুর ০৩:০৯
হতভাগা লিখেছেন : নিকাহ নামার ১৮ নং অপশন দেখুন ।
২৫ আগস্ট ২০১৪ সকাল ১১:৩৩
201702
আজিম বিন মামুন লিখেছেন : একটু কৌতুক,ভাই হতভাগাটা কে?আপনি স্বয়ং?না হিটলার মশাই?জাযাকাল্লাহ।
২৫ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪০
201812
হতভাগা লিখেছেন : ১৮ নং অপশনটা দেখেছেন ? কি বুঝলেন ?
২৫ আগস্ট ২০১৪ রাত ১০:১১
201873
আজিম বিন মামুন লিখেছেন : সত্যি দুঃখিত ভাই ১৮ নং ব্যাপারটাই বুঝলামনা।একটু ক্লিয়ার করবেন?
২৫ আগস্ট ২০১৪ রাত ১০:১৬
201880
হতভাগা লিখেছেন : বিয়ে করেছেন ?
২৬ আগস্ট ২০১৪ সকাল ০৮:১০
201980
আজিম বিন মামুন লিখেছেন : এইটা ১৮নং?
২৬ আগস্ট ২০১৪ সকাল ০৯:০২
201989
হতভাগা লিখেছেন : ত্যানা পেচাইতাছেন ক্যান ? সরাসরি বলেন - বিয়ে করেছেন , কি করেন নাই ?
২৬ আগস্ট ২০১৪ সকাল ১০:০২
201998
আজিম বিন মামুন লিখেছেন : আপনার তো খুব রাগ। বাব্বা!
আপনি আমার একটা প্রশ্ন পায়ে মাড়িয়ে এতদুর এসেছেন।
তাই একটু প্যাচালাম
করব কিনা ভাবছি/ভাবব/ভাবব না হয়তো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File