মুসলমান হিসেবে অনুরোধ "পোস্ট টি এড়িয়ে যাবেন না"

লিখেছেন লিখেছেন আজিম বিন মামুন ২২ আগস্ট, ২০১৪, ০৫:৩৩:৩২ বিকাল



ফেসবুকে মাঝে মাঝে কিছু তৃতীয় শ্রেণীর লোক দেখেছি,যারা নিজেদের যাহির করতে এমন কিছু স্ট্যাটাস দিয়ে থাকে,যা আসলে মিথ্যা।আর সবচেয়ে বড় কথা এটা স্ট্যাটাস দাতা নিজেও জানে।

প্রথমে বিডি টুডে ব্লগে এসে একটু অবাক হয়েছিলাম।এখানকার প্রত্যেক ব্লগার,পাঠকের সহমর্মিতা,শ্রদ্ধাবোধ দেখে খুবই ভাল লাগছিল।

এরকম শালীনতা পূর্ণ একটি সাইটে নিজে যুক্ত আছি ভেবে গর্ব হচ্ছিল।

হায়!!সবকিছুর উর্দ্ধে যে বাঙালী!

আবার প্রমান পেলাম।

মানুষের মাঝে মতের বিভিন্নতা,ধর্মের বিভিন্নতা,আলাদা পছন্দ,এসব থাকবেই।তাই বলে কেউ কাউকে তিরস্কার করবে?

এক জনের ধর্ম নিয়ে আর একজন কথা বলার নাম তো মূর্খামী,যেগুলোর দিন অনেক আগেই শেষ হয়েছে।

এটা কোন ধরনের সভ্যতা ভাই?

আপনি আল্লাহ মানেন না,নাস্তিক তাইতো?

বেশ ভালো,আপনার বিশ্বাস নিয়ে আপনি থাকুন।আর যদি আপনার ধর্ম,আপনার বিশ্বাসের প্রচার আশা করেন,করতে পারেন।কেউ আপত্তি করবে না,তবে এক্ষেত্রে কারো ধর্মবোধে আঘাত দেয়া যাবে না।

এই ব্লগের একজন জ্ঞানী-গুণী ব্লগার যিনি “গ্রামের পথে পথে”ছদ্মনাম ব্যবহার করে আসছেন,তার আজকের একটি লেখায় ইসলাম তথা মহান আল্লাহ পাককে চরম অবমাননা করা হয়েছে,যা সত্যি দুঃখজনক।

আমরা মুসলিম হয়েও কি করে চুপ আছি?

এসবের কি কোন প্রতিকার নেই।

বয়কট করুন এদের।এরা মুসলমানের প্রকাশ্য শত্রু।

বিষয় টি কেউ এড়িয়ে যাবেন না দয়া করে।

আল্লাহ কে অপমান?মুসলিম হয়ে কি করে সহ্য করি?

বিষয়: বিবিধ

১৩৫০ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257123
২২ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪৫
মামুন লিখেছেন : কোনোভাবেই এড়িয়ে যাওয়া উচিতও নয়। ব্লগের নীতিমালায় কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা কিংবা ধর্মীয় বিদ্বেষপুর্ণ ব্লগ পোষ্ট না করার বিধান থাকলে এ ধরণের ব্লগারদেরকে প্রতিহত করা সম্ভব। আপনার সচেতনতামূলক লেখাটি ভালো লেগেছে। ১০০ ভাগ সহমত আপনার সাথে। ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো। Rose Rose Rose
২২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
200823
আজিম বিন মামুন লিখেছেন : ধন্যবাদ,আপনাকেও।
২২ আগস্ট ২০১৪ রাত ১১:৩৭
200931
গ্রামের পথে পথে লিখেছেন : নীতি মালার কথাই যখন বলছেন তো সবার আগে আল কোরাণ কে নীতিমালার আওতায় আনতে হবে। অন্য ধর্মের প্রতি কোরানের চরম সাম্প্রদায়িক জঙ্গি উস্কানি, কতল, জেহাদের হুংকার এর বিরুদ্ধে প্রতিবাদের সময় এখনই।
257126
২২ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪৮
একপশলা বৃষ্টি লিখেছেন : সহমত!
257138
২২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ব্লগ কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান ধরে আছে! অবাক লাগে এদের কান্ড দেখে। কেউ লিখে, কেউ "রিপোর্ট করুন" বাটনে ক্লিক করে প্রায় সব ব্লগারই প্রতিবাদ জানায়। তবুও দিনের পর দিন কিভাবে লিখে যাচ্ছে মুসলমানদের প্রাণে আঘাত দিয়ে এই ইসলাম বিদ্ধেষীরা!

ব্লগ নীতিমালার সরাসরি লঙ্গন হওয়া সত্বেও কর্তৃপক্ষ নীরব। টুডেব্লগ ইতিমধ্যেই অনেক গুণী ব্লগার হারিয়েছে, এভাবে চলতে থাকলে বুঝতে পারবে কোথায় যেয়ে ঠেকে টুডে ব্লগ! ধিক্কার জানাই ইসলাম বিদ্ধেষী লেখক ও মডারেটরের নীরবতাকে।
২২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
200825
আজিম বিন মামুন লিখেছেন : কোথায় আর ঠেকবে ভাই,এরকম চলতে থাকলে তো ব্লগ ছেড়েই চলে যেতে হবে এক সময়।তবে একটা জিনিস আবার বুঝলাম,সত্য সব জায়গায় ই নিঃগৃহীত।
কিন্তু তারপরেও সত্যের জয় অবশ্যম্ভাবী।
২২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
200831
পাতা বাহার লিখেছেন : আমার তো মনে হয়, টুডে ব্লগ কিছু ছাগল হারিয়েছেন, ব্লগার নয়। দয়া করে আপনি বলুন, টুডে ব্লগ কোন কোন ভালো ব্লগারকে হারিয়েছে? ও তারা কি এমন ভালো লেখা পোষ্ট করেছে?

এক জনের নাম বলুন।
২২ আগস্ট ২০১৪ রাত ০৮:২৪
200843
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : @পাতা বাহার - আপনি সম্ভবত নিজের পরিচয়টাই দিয়েছেন এখানে।

আপনার ব্লগ পরিসংখ্যানটা একটু দেখেনিন।
------------------
পোস্ট লিখেছেনঃ ৮ টি
মন্তব্য করেছেনঃ ৮ টি
প্রতি মন্তব্য করেছেনঃ ২৬ টি
ব্লগ পঠিত হয়েছেঃ ৪০৮ বার
ব্লগে আছেনঃ ১৭ দিন


দেখে কারও বুঝতে অসুবিধা হবে না, যে গুণী (!?) ব্লগারটারে হারিয়েছে, সেই যে আপনি নন। দ্রষ্টব্য- কমেন্ট#৭
২২ আগস্ট ২০১৪ রাত ০৯:৪৯
200863
পাতা বাহার লিখেছেন : এই পরিসংখ্যান দিয়ে বিচার করা হবে ভুল। কেউ কেউ এই ব্লগের শুরু থেকেই আছে, কিন্তু বার বার ব্যাণ করা হয়, আর বার বার নতুন আইডিতে ফিরে আসে। সেটা পাদিঁন আগেরও হতে পারে। আবার কেউ কেউ এই ব্লগের শুরু থেকেই আছে, কিন্তু অতিথি হয়ে, দু-একদিন আগে রেজিষ্ট্রেশন করতে পারে।

তাই বলুন। কোন গুণী ব্লগার ব্লগ ছেড়ে গেছে?
257140
২২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সম্পাদক সাহেব ঘুমিয়ে কথাতে পছন্দ করলে ব্লগ সাইট খুলার কারণ কি?
257146
২২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
পাতা বাহার লিখেছেন : তো- অাহমাদ আল সাবার এই পোষ্টটির ব্যাপারে কিছু বলুন। তিনি লিখেছেন-

মুশরিক ও মুর্তিপুজারীদের প্রতি একটি মশার চ্যালেঞ্জ...পারবে কি খন্ডাতে কস্মিনকালেও?

আমি চাইবো, আগে আপনি এই টার মিমাংসা করুন।
২৩ আগস্ট ২০১৪ সকাল ১০:৫০
201013
আজিম বিন মামুন লিখেছেন : আমি নিরপেক্ষ ভাবেই বলছি,কারো ধর্মবোধে আঘাত না করে প্রত্যেকেই যার যার ধর্ম প্রচার করুন।ধর্মের ব্যাপারে কোন বাড়াবাড়ি করা ইসলামে নিষিদ্ধ।
257157
২২ আগস্ট ২০১৪ রাত ০৮:০১
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : ব্লগে গ্রামের পথে পথে একজন বদমাইস শ্রেনীর লোক। না বুঝেও অনেক কমান্ড করে । আমাদের মডুরা কি এগুলো দেখেও না দেখার ভান করে বুঝলাম না । তবে আমরা আপনার ব্লগে থাকি আর নাথাকি । আপনি মুসলিমতো ? আপনাকে জবাব দিতে হবে মহান সৃষ্টি কর্তার কাছে। আপনার সিস্টেমে এগুলো লিখা হল কেন প্রতিবাদ করেননাই । আর আমরা তখন সাক্ষী হয়ে যাব । প্লিজ কিছু একটা করেন .।
২২ আগস্ট ২০১৪ রাত ০৯:৫১
200864
পাতা বাহার লিখেছেন : তো- অাহমাদ আল সাবার বিষয়ে চুপ থাকাটা কি, পক্ষ পাতিত্বের মধ্যে পড়ে না?

দয়া করে জবাব করুন।
257158
২২ আগস্ট ২০১৪ রাত ০৮:০৬
আবু সাইফ লিখেছেন : ((১))
আমি যার বাড়িতে মেহমান তার পোষা কুকুরে রাস্তার কুকুরার সাথে কী করলো তাতে আমার কী??

বাড়িওয়ালা মেজবানকে আমার কিছু বলা কি মানানসই?? বড়জোর একটু দৃষ্টিআকর্ষণ/ ইশারা করতে পারি!

তাতে যাদি তিনি (ব্লগের মালিক) না শোনেন- এবং

তিনি গরু-ছাগল-কুকুর যাই পালেন না কেন, তাতে আমাদের (ব্লগার/মেহমান) আর কিচ্ছু বলার/করার নেই!

খুব বেশী হলে এমন বাড়িতে না গেলেই পারি!!


((২))

"কে মাণিক"কে আর দেখছিনা

তবে "পাতা বাহার" কে "কে মাণিক"এর সাথে সম্পর্কিত মনে হয়!!

একই ব্যক্তি হওয়া অসম্ভব নয়!!~



২২ আগস্ট ২০১৪ রাত ০৯:৫৫
200866
পাতা বাহার লিখেছেন : আপনি ও এই ব্লগের ব্লগার, আবার যার বিরুদ্ধে বলছেন সেও এই ব্লগের ব্লগার। তাহলে কোন যুক্তিতে আপনি এই ব্লগ কর্তৃপক্ষের মেহমান হলেন, আর অভিযোগী ব্লগার কুকুর হলো? যদি মেহমান হয়, তাহলে সকল ব্লগারই এই ব্লগ কর্তৃপক্ষের মেহমান হবে। আর যদি কুকুর হয়, তাহলে এই ব্লগের সকল ব্লগারই, এই ব্লগ কর্তৃপক্ষের কুকুর হবে।

এই রকম নির্বোধ মার্কা কথা বলতে লজ্জা লাগলো না?
257160
২২ আগস্ট ২০১৪ রাত ০৮:৩০
কাজি সাকিব লিখেছেন : মডারেটর এদের ব্যান করলে ভালো আর না করলেও আমাদের উচিত এই গ্রামের পথে পথের মত ধর্মদ্রোহীদের সম্পূর্ণ বর্জন করা এবং সকলেরই উচিত এই জাতীয় যে কোন আইডী চোখে পড়া মাত্রই নিজের আইডী থেকে ব্যান করে দেয়া!
২২ আগস্ট ২০১৪ রাত ০৯:৫৬
200869
পাতা বাহার লিখেছেন : তো-অাহমাদ আল সাবার বিষয়ে কছিু বলছেন না কেন?
257168
২২ আগস্ট ২০১৪ রাত ০৮:৪৯
গেঁও বাংলাদেশী লিখেছেন : এটা মডুদের কাজও হতে পারে Thinking Thinking Thinking Thinking Thinking Thinking
১০
257209
২২ আগস্ট ২০১৪ রাত ১০:২৭
আবু জান্নাত লিখেছেন : একবার লোকমান ভাই কেমানিক সম্পর্কে রিপোর্ট করেছিল, সেই থেকে এখন কেমানিক কে দেখা যায় না, গ্রামের বদমাইশটার ব্যাপারেও রিপোর্ট করা খুব দরকার। আসলে নাস্তিকরা নিজের জন্মের ব্যাপারেও সন্দেহ করে। ওরাতো অবৈধ, ওদের কাজও তেমন।
১১
257212
২২ আগস্ট ২০১৪ রাত ১০:৩৮
ইমরান ভাই লিখেছেন : এরে জ্ঞানি গুনি কেমনে বলেন ভাই? এরে বলেন নর্দমার ময়লা,টয়লেট,গবড়,বস্তাপচা,অজৈবসার,টয়েটের কিট, মরাপচাকুকুর.... মোটামুটি দিলাম আরো থাকলে যোগ করেন।
এটা আর কেমানিক বর্তমানের পাতাবাহারের মাঝে পার্থক্য নাই।
১২
257234
২২ আগস্ট ২০১৪ রাত ১১:৩৮
গ্রামের পথে পথে লিখেছেন : নীতি মালার কথাই যখন বলছেন তো সবার আগে আল কোরাণ কে নীতিমালার আওতায় আনতে হবে। অন্য ধর্মের প্রতি কোরানের চরম সাম্প্রদায়িক জঙ্গি উস্কানি, কতল, জেহাদের হুংকার এর বিরুদ্ধে প্রতিবাদের সময় এখনই।
১৩
257260
২৩ আগস্ট ২০১৪ রাত ০২:২৯
আলইগ ইবনে লেণদুপ দোরজি বিন মিরজাফর লিখেছেন : হিন্দু ধরমে কি জঙ্গী উস্কানী নাই?
কোরআনে কোথায় আছে যে বিধরমীদের যেখানে পাও বিনা যুদ্দ্যে কতল কর?
শান্তি চুক্তি করলে বিধর্মীদের কতলের কোন বিধান ঈসলামে নাই।
কোরানের কোথাও সাম্প্রদায়ীক উসকাণী নাই,আপনার ধর্মে যদি নাই থাকে তবে ভারতে কেন এত মুছলিম হত্যা করে।
ভারতে হিন্দুরা যে মুছলিম হত্ত্যালিলা খেলে সেটা কি হিন্দুদের সন্ত্রাসী জিহাদী জুদ্দ্য না?
কোরআনের নীতিমালা চেঞ্জ করতে বলেছেন?---
আপনার হিন্দু ধর্ম নারীদের কি মরজাদা দিয়েছে?আরবের হিন্দুরাতো মেয়ে শিশুদের জিবন্ত মাটি চাপা দিত।আর ভারতে তো স্বামী মারা গেলে সেই সাথে স্ত্রীকেও চিতায় দিত।নারীদের প্রতি এ অবিচার কি কোরান থেকে শিক্ষা নিয়েছেন আপনারা?নাকি আপনাদের রামায়ন,গীতা থেকে নিয়েছেন?
কোরানের আইন আপনাদের গায়ে এত জালা ধরায় কেন?
আপনাদের গিতার আইনতো আমরা অবজ্ঞা করি না,কোরানের আইন কেন অবজ্ঞা করবেন?
১৪
257324
২৩ আগস্ট ২০১৪ সকাল ১০:২১
টালের পাখা লিখেছেন : ইসলাম সত্য ধর্ম তাই ইসলামের বিরোদ্ধে ইসলাম বিরোধীরা হট্টগোল করবেই। আর যাদের বুদ্ধি-বিবেচনা নস্ট হয়ে যায় তারা পাগলের মত। পাগলের সাথে কথা না বলা এবং তাদের সমন্ধে আলোচনা না করাই ভাল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File