একটি চাঁদনী রাতে চাঁদপুর ভ্রমণ
লিখেছেন লিখেছেন আবু বকর২৪ ১০ জুন, ২০১৬, ০২:১৭:৫৯ রাত
অনেকটা হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে বেড়াই বাংলাদেশের টিমের সাথে ফরহাদ ভাইয়ের বিশেষ অনুরোধে চাঁদপুর ঘুরে আসলাম । দেশের অন্যতম বৃহৎ জাহাজ মধুমতির বিশাল ডেকে বসে এবং শুয়ে আমরা চাঁদনী রাত উপভোগের পাশিপাশি দেশের অন্যতম বৃহৎ নদী পদ্মা মেঘনার রাতের রূপ অবলোকন করলাম । রাতের খাবার গ্রহন করলাম শিপেই বসে খিচুরী চিকেন ডিমবাজী, অনেক স্বাদ মনে হয় এখনো মুখে লেগে আছে । যাক রাত অনুমানিক ১১টায় যখন আমরা চাঁদপুর অবতরণ করলাম তারপর পর অনেকক্ষণ লোহারপুল ব্রিজের পাশে ঘুরাফেরা আড্ডাবাজি করে রাত প্রায় দুইটায় শত বছরের পুরানো পেডেল স্টিমারে করে ঢাকার পথে রওনা হলাম । পেডেল স্টিমারে সব বিচিএ অভিজ্ঞতায় মুখামুখি হলাম , পেডেল স্টিমারে বাতাস বেশি হওয়াতে কৃএিম শীতকাল তৈরী হয়েছিল আমরা কোনমতে চাদর দিয়ে নিজেদের রক্ষা করলাম । বিচিএ এই রাত অনেকদিন মনে থাকবে আশাকরি , বিশেষভাবে ধন্যবাদ মাহমুদ ভাই, ফরহাদ ভাই১ , ফরহাদ ভাই ২,মুনতাসিম ভাই, রাজু মংলা ভাই সহ সবাইকে । আবার আসিব ফিরে, ধানসিড়িটির তীরে
বিষয়: বিবিধ
১৬৯৩ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন