আসুন ওদের কষ্টটাও বুঝি
লিখেছেন লিখেছেন অন্ধকার জিবন ১০ জুন, ২০১৬, ০২:২৫:৩৭ রাত
মধ্যরাতে আমরা যখন ঘুমিয়ে থাকি তখন
মা বোন কিংবা স্ত্রীদের ছেহেরী
রান্নায় ব্যস্ত থাকতে হয়।
আমরা যখন রোজা রেখে দুপুরে ক্লান্ত
হয়ে ফ্যানের বাতাসে ঘুমাই তখনও
তাদের ইফতারি তৈরির কাজে ব্যস্ত
থাকা লাগে।
ইফতার শেষে এলোমেলো
জিনিসপাতিও তাদেরকেই গুছিয়ে
রাখতে হয়।
এরপরও ওদের বিশ্রাম নেই রাতের
খাবার তৈরি করার কাজে ব্যস্ত
থাকা লাগে তাদেরই।
যাদের ঘরে শিশুসন্তান আছে তাদের
কষ্ট আরও বেশি সারারাত এই
বাচ্চাকে নিয়েই হয়ত বসে থাকতে হয়।
এতসব কষ্ট করেও আমাদের মা বোন
কিংবা স্ত্রী চায় তাদের সন্তান,ভাই
কিংবা স্বামীর হাসিমুখটা দেখতে।
ওরা আছে বলেই আমরা ভালো আছি
একদিন রান্নায় সমস্যা হলে তবুও মা
বোন বা স্ত্রীকে কটু কথা বলতে ছাড়
দেয়না অনেকে কিন্তু সবার বোঝা
উচিত ওরাও কিন্তু রোজা রেখেই সব
কাজ সামলাইছে।
আসুন ওদের কষ্টটাও বুঝি তাদের
সাহায্য করতে চেষ্টা করি তা না
পারলেও মাঝেমধ্যে রান্নায় সমস্যা
হলেও বলি অনেক ভালো হয়েছে এমন
সময় ওদের হাসিমুখ পৃথিবীতে সবচেয়ে
সুন্দর দৃশ্যে পরিনত হবে।
বিষয়: বিবিধ
৯১২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন