বিজয়ের ৪৩ বছর এবং আমাদের প্রত্যাশা
লিখেছেন লিখেছেন আবু বকর২৪ ১৫ ডিসেম্বর, ২০১৪, ০৮:২৯:১৬ রাত
আগামীকাল ১৬ই ডিসেম্বর আর ও একটি বিজয়ের মাইলফলকের সামনে জাতি দেখতে দেখতে ৪৩ বছর পেরিয়ে গেল সবাইকে বিজয়ের লাল সালাম । যে কারণে পাকিস্তানিদের সাথে সংগ্রাম করে পৃথিবীর মানচিএে একটি নতুন দেশের জন্ম হল সেই লক্ষ কি পূরণ হয়েছে ? সবাই এক বাক্যে বলবে না এমনতো হওয়ার কথা ছিল না । বাংলাদেশ এখনো সত্যিকার আইনের শাষনে প্রবেশ করতে পারে নাই , অথনৈতিক. রাজনৈতিক. সামাজিক সমস্যা চলমান এমতো হওয়ার কথা ছিল না কি পেলাম আমরা ? সবছেয়ে ভয়ংকর বিষয় হল এখনো একটা শ্রেণী মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করে । মুক্তিযুদ্ধ হয়েছিল একটি সাম্য ভিওিতে যেখানে সামাজিক কোন বৈষম্য থাকবে না , দেশের নাগরিকরা স্বাধিনভাবে মত প্রকাশ করতে পারবে তদুপরি একটি জাতীয়তাবাদ এবং মানুষের আকাংখাকে ধারন করে পৃথিবীতে একটি মডারেট দেশ হিসাবে পরিচিত লাভ করবে কিন্ত ৪৩ বছর পার হলেও আমরা এর ধারে কাছেও নাই । এখন প্রত্যাশা পূরণের জন্য আমাদের করণীয় কি? অনেকে মনে করেন ২য় মুক্তিযুদ্ধ করে প্রত্যাশা পূরণ করতে হবে আমি ঠিক এইভাবে না বললেও মনে করি আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে , আদর্শ ভিওিক সংগ্রাম করে সত্যিকার বিজয় ছিনিয়ে আনতে হবে । পরিশেষে একটি লাইন দিয়ে শেষ করি। মুক্তির মন্দির সোপান তলে
কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে৷
কত বিপ্লবি বন্ধুর রক্তে রাঙা, বন্দীশালার ওই শিকল ভাঙা
তাঁরা কি ফিরিবে আজ সুপ্রভাতে
যত তরুণ অরুণ গেছে অস্তাচলে৷
বিষয়: বিবিধ
১০৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন