ক্যালকুলাস পরীক্ষা দিয়ে বের হয়ে একদিন ...
লিখেছেন লিখেছেন শারিন সফি অদ্রিতা ১৫ ডিসেম্বর, ২০১৪, ০৮:৩০:২১ রাত
ক্যালকুলাস পরীক্ষা দিয়ে বের হয়ে হাউ-মাউ করছিলাম! টানা ৩ টা পরীক্ষা ছিল! কোন টা ছেড়ে কোন টা পড়বো! যতটুকু সাধ্যে কুলালো রিভাইস দিয়ে, আল্লাহ্র উপর ভরসা করে গেলাম! বাট, পরীক্ষা মন মত হলো না ! এত পড়াশোনা করলাম, তাও হলো না !
লাইব্রেরিতে দেখা হল আমার “মুসলিম স্টুডেন্ট এসোসিয়েশানের” বান্ধবীর সাথে। আমার পেঁচার মত মুখ দেখেই জিজ্ঞেস করে , “কি ব্যপার দোস্ত?” বললাম ওকে কাহিনী! তারপর এই বালিকার যা বললো, আমাকে একেবারে কাঁদিয়েই ছাড়লো!
মেয়ে বলে কি, “... আচ্ছা, একটা সাবজেক্টের একটা পরীক্ষা খারাপ হয়ছে তো?
ধর, তুমি যদি তোমার ভার্সিটি লাইফের প্রতিটা পরীক্ষাতেও ফেইল করো, তোমার ট্রান্সকিপ্টে্র প্রত্যেকটা সাব্জেক্টের পাশেও যদি একটা করে “ F ” থাকে ( আল্লাহ্ না করুক ), সেটা কি তোমার জান্নাতে যাবার পথে কোন বাধা হবে????
চিন্তা করেই দেখো না দোস্ত, এই সেকুলার এডুকেশান টা তোমার আল্লাহ্-র প্রিয় বান্দা হতে, জান্নাত পেতে কতটাই বা জরুরী? একটা পরীক্ষা খারাপ হয়েছে দেখে এত মন খারাপ করে কেউ বোকা? যতক্ষণ তুমি আল্লাহ্র রহমতে সুস্থ-সবল আছো, পাঁচ ওয়াক্ত সালাহ্ সময় মত পড়তে পারছো, ঈমানের উপর আছো, মুসলিমাহ্ হিসেবে কাজ করে যাচ্ছো, মন খুলে হাসি দিয়ে বল “আলহামদুলিল্লাহ্” ... !! বলো “আলহামদুলিল্লাহ্” ... !"
... আমিও চোখের পানি ফেলতে ফেলতে (অবশ্যই এটা অতি আনন্দের অশ্রু)বললাম, “আলহামদুলিল্লাহ্!”
আলহামদুলিল্লাহ্ !! আল্লাহ্র প্রতিটা কাজে কি সূক্ষ্ম প্ল্যান! আমার পরীক্ষা খারাপ হল, কষ্ট পেলাম ঠিক-ই! কিন্তু, পরীক্ষা টা খারাপ না হলে এত সুন্দর রিমাইন্ডার টা মিস্ করতাম, প্লাস মাঝখান থেকে সাদিয়ামণি-ও কিছু নেকী কামিয়ে নিল। আল্লাহ্ তা’আলা আমার বোনটা কে কবুল করে নিক! আমিন ...
[বিঃদ্রঃ ক্যালকুলাস পরীক্ষার রেজাল্ট দিলো সেদিন! ভাবছিলাম ফেইল করবো, আলহামদুলিল্লাহ্
নাম্বার দেখে আমি পুরা অবাক ! ওয়াল্লাহি, এটা আল্লাহ্র মিরাকেল ছাড়া কিছুই না! আমার ফোঁটা ক্রেডিট-ও নাই ! সুবহান আল্লাহ্!
আল্লাহ্ এভাবেই সত্যিকারের পরীক্ষাতেও পাশ করিয়ে দিও, যেদিন তোমার সামনে দাঁড়িয়ে আলটিমেট রেজাল্টের অপেক্ষায় থাকবো আমরা সবাই ! ...
আমিন ]
বিষয়: বিবিধ
১৪৫২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাল লাগল আপু ধন্যবাদ ।
জাঝাকাল্লাহ খইর ধৈর্য্য ও সময় নিয়ে লিখাটি পড়ার জন্যে আফরামণি । ফীআমানিল্লাহ্!
মন্তব্য করতে লগইন করুন