হামাস করেছে এবং করবে । বিজয়ী জাতি পরাজয় বরণ করতে পারে না
লিখেছেন লিখেছেন আবু বকর২৪ ২৫ জুলাই, ২০১৪, ১১:২৯:৫৬ সকাল
সারা দুনিয়ার মুসলমানরা যখন পবিএ রমজানে ইবাদত নিয়ে বাস্ত কিন্ত অপরদিকে আমরা যদি ফিলিস্তিনের মুসলমাদের দিকে তাকাই যাদের প্রতিদিন তাড়া করছে ঘাতকের বুলেট , কামান অথবা বুলডুজার । যুগ যুগ ধরে ইহুদী ফ্যাসিবাদী ইসরাইল এটা করছে তারা কোন ধরনের আইন মানছে না তারা শিশু হত্যা করছে নারী হত্যা করছে এবং এই কয়েকদিনে তারা গাজায় গণহত্যা করেছে । তারা এইগুলি করার সাহস পাইতেছে আমেরিকার প্রত্যক্ষ মদদে । আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখবো এই মাটি হল সালাউদ্দিন আয়ূবির তিনি ফিলিস্তিন জয় করে এখানে বিজয়ের নিশান উড়িয়েছিল আর আজকের ইহুদীবাদী ইসরাইল হল দখলদার । ফিলিস্তিনের প্রান পুরুষ ইয়াসিন আরাফাত যিনি আজীবন সপ্ন দেখেছেন একটি স্বাধীনতা ফিলিস্তিন দেশের কিন্ত তিনি তার জীবনে দেখে যেতে পারেন নাই । আমরা কি তাহলে যুগ যুগ ধরে ফিলিস্তিনে ইসারাইলি হত্যা দেখতে থাকবো ? এর উপায় কি আমি মনে করি হামাসকে আর ও শক্তিশালি হতে হবে নিজেদের দেশকে রক্ষা করতে হলে , আমরা জানি হামাস অতীতে অনেক করেছে তাদের হাজার হাজার লোক শহীদ হয়েছে এই হামাসের কারণে কিছুটা হলেও ইসরাইলকে জবাব দেওয়া গেছে । আরেকটা কথা বলবো প্রতিবেশি দেশগুলিকে বিশেষ করে মুসলিম দেশগুলিকে ফিলিস্তিনের পাশে এসে দাড়াতে হবে যেমন মিশর জর্ডান , মিশরের গত সরকার মুসলিম ব্রাদারহুড এই ফিলিস্তিনের পাশে দাড়ানোর ঘোষনা দিয়েছিল তার বিনিময়ে তাদের কি পরিনতি ভোগ করতে হয়েছিল আমরা জানি আর এখন যারা আছে তারাতো আমেরিকার পুতুল সরকার । সবশেষে বলবো সারা পূথিবীর বিবেকবান মানুষের এগিয়ে আসা উচিৎ এবং যারা মানবতার পক্ষে গান গায় , আসুন আমরা সবাই মিলে ইসরাইলের বিপক্ষে গণপ্রতিরোধ গড়ে তুলি
বিষয়: আন্তর্জাতিক
১২৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন