ভালোবাসা

লিখেছেন লিখেছেন Md. Ziaur rahman ০২ অক্টোবর, ২০১৪, ১২:৫৪:৪৯ দুপুর



মাঝে মাঝে মন খুব খারাপ হয়ে যায়

কিন্তু মন খারাপের কারণ খুঁজে পাই না ।

শুধু অজানা একটা কষ্ট

বুকে কেমন জানি বেজে উঠে।

মনে হয় সব থেকেও কিছু নেই

কিছুই ভাল লাগে না তখন ।

কাঁদতে চাইলেও চোখে জল আসে না।

তবে সব কিছুর পিছনেই কারণ থাকে।

আর এই মন খারাপের পিছনেও

অজানা একটা কারণ আছে।

কিন্তু বুঝে উঠতে পারি না আমি Sad

বিষয়: বিবিধ

৯৭৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

270800
০২ অক্টোবর ২০১৪ দুপুর ০১:১৬
ফেরারী মন লিখেছেন : সেই কারণটা খুঁজে বের করে সমাধান করার চেষ্টা করুন নচেত সেটা একদিন অনেক বড় আকার ধারণ করতে পারে।
270812
০২ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৫৬
আফরা লিখেছেন : মন থাকলে তো মাঝে মাঝে খারাপ হবেই । ফেরারী ভাইয়া যা বলেছেন তাই করেন তানা হলে এক সময় বড় সমস্যা হতে পারে ।
270825
০২ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২৮
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : কাঁদতে চাইলেও চোখে জল আসে না। Day Dreaming Chatterbox বলেন কী? আমারতো কান্দার আগেই চোখের জল এসে দুই গালে গড়াগড়ি খায় Crying Crying Surprised Surprised I Don't Want To See I Don't Want To See
272922
১০ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
Md. Ziaur rahman লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File