ভাবি তোমাকে নিয়ে
লিখেছেন লিখেছেন Md. Ziaur rahman ০২ অক্টোবর, ২০১৪, ০৯:৩৩:৩৬ সকাল
আমি যখন বসে ভাবি, তোমায় নিয়ে একা, ভাবতে ভাবতে ধরে যায়, আমার ভীষন মাথা ব্যথা। তুমি কি- বুঝে উঠতে পারিনি এখনো, তাই তো নিরবে বসে ভাবি, পাবো কি জীবনে তোমায় কখনো। যদি তুমি হতে চাও অন্য কারো জীবন সাথী, তার আগে নিভিয়ে দিও তুমি, আমার জীবনে চলার প্রদীপ নামের সেই বাতি।
বিষয়: বিবিধ
১০০৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন