ক্ষমতা পর্যন্ত দেশের অতিথি....!
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০১ জুলাই, ২০২৩, ০৭:১৫:৫৪ সন্ধ্যা
অভিযোগ, কখনো গ্যাস চায়
কখনো সেন্টমার্টিন দীপ,
বাস্তবতা, চট্টগ্রাম বন্দরে পা রাখতে
দেয়া যেন আলোর প্রদীপ!!![]()
দেশের স্বার্থ বিকিয়ে
ক্ষমতা চাইনা, কথার কথা,
তিস্তা, ফারাক্কা, টিপাই মুখ বাঁধ
প্রতিবাদহীন, দেশপ্রেমিক হৃদয়ে ব্যথা।![]()
কাঁটাতারে ফেলানীর ঝুলান্ত লাশ
এখনো চোখে ভাসে,
যা দিয়েছি সারা জীবন মনে রাখবে
এহেন বয়ানে -হুতুম পেঁচাও হাসে। ![]()
প্রয়োজনে তত্ববধায়ক সরকারের
জন্য আন্দোলন ছাড়হীন,
প্রয়োজনে তত্বাবধায়ক চোখের সুল
কথাবার্তা লাগামহীন!![]()
গর্ববোধ, গনতন্ত্রের মানসকন্যা,
জনগণই উৎস সকল ক্ষমতার,
বিনাভোটে ১শ তিপ্পান্ন ও রাতের
ভোটে ক্ষমতায়! জনগণের হাহাকার!![]()
কেন আমরা নিজেদের সমস্যার
নিজেরা করতে পারিনা সমাধান?
কেন সুষ্ঠু ভোটের জন্য ভিসানীতি
উভয়ের পক্ষে নেবার "রশি" টান?![]()
সরকার বলে ভিসানীতি বিরোধীদের
জন্য, বিরোধীরা বলে সরকারের জন্য!
মাঝখানে জনগণের কান ঝালাপালা
ক্ষমতার জন্য দেশের সম্মান যেন নগন্য! ![]()
জনগণের কথা হলো আমরা
সঠিক হই, প্রতিষ্ঠান শক্তিশালী হোক,
গ্যাস-বন্দর দেয়ার প্রশ্ন থাকবেনা
বাংলাদেশ সঠিক জায়গায় পৌঁছুক।![]()
বাইরের কাউকে ঋণী করে
ক্ষমতায় আশিন, দেশের জন্য ক্ষতি,
নেতারা কেন জনগণের কাছে
ঋণী হয়ে করবোনা দেশের উন্নতি?![]()
জনগণ কেন কথায় থাকবে
কাজে বিদেশ প্রীতি?
দেশের টাকা বিদেশে প্রাচার,
যেন ক্ষমতা পর্যন্ত দেশের অতিথি! ![]()
দেশের অতিথিকে দেশপ্রেমিক হিসেবে
আর কতো পুষে রাখবো আমরা?
সত্যিকারের দেশ প্রেমিকের খোঁজে
সাজানো হোক সুষ্ঠু ভোটের পশরা।
বিষয়: বিবিধ
৭০৩ বার পঠিত, ৩ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
সুন্দর পোষ্ট, অনেক অনেক ধন্যবাদ,
মা-শা আল্লাহ
মন্তব্য করতে লগইন করুন