তুচ্ছ তাচ্ছিল্য √√√ আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৯ জানুয়ারি, ২০২০, ০৪:০৮:২১ রাত



কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করার

আগে ভাবো নিজের তুচ্ছতা নিয়ে,

নিজের তুচ্ছতা স্বরন করে

ভালোটা গ্রহণ করে যাও এগিয়ে।

নিজের মূল্যবান সময়টা ব্যায়-

করো আগে নিজের ভালোর জন্য,

নিজের ভালোটা থাকলে আশেপাশের

পরিবেশটাও থাকবে অনন্য।

ভালো কিছু ভাবো ভালো কিছু

করার আহবান করো মনকে বারবার,

মনের সায় ছাড়া ভালো কিছু হয়না

রয় ভালোর পথ আঁধার।

ভালোর পথে থাকে শয়তানের বাঁধা

প্রকাশ্যে অপ্রকাশ্যে মনে রেখো,

বাঁধা এলেই থমকে গেলে

কে জিতলো তা ভাবে দেখো।

শয়তান যদি জিতে যায়

তোমার দায়িত্ব রবে অবহেলিত!

শয়তান তোমাকে আমাকে বানাতে

চাই, সে একান্ত নিজের মতো।

তোমাকে বড় করে দেখায় তোমার

ভেতর, যেন বাসা বাঁধে অহংকার,

অহংকার এলেই কেবল তুচ্ছ তাচ্ছিল্য

উক্তি, যেনো শয়তানের কারবার।

বিষয়: বিবিধ

৮৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File