অতিথি.... আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৪ জুলাই, ২০১৯, ০১:০৩:৪০ রাত
উন্নয়নের এ ছবি
কথা বলছে বৃষ্টির কারণে,
রড বিহীন আমি
জড়িয়ে থাকবো কেমনে?
দে দে ছেড়ে দে
হবো আমি আলাদা,
আমি বুঝিনা চল চাতুরি
প্রাণ না থাকলেও আমি সাদা।
আমার ভেঙ্গে যাওয়া দেখে রেগে যাবেননা
নেই আমার ঠিকে থাকার শক্তি,
কর্তারা স্বজাগ ছিলোনা তাই
আমি স্বল্প সময়ের অতিথি।
বিষয়: বিবিধ
৮৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন