প্রিয় বাবা... আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৬ জুন, ২০১৯, ১২:৫৪:৪০ দুপুর



বাবা দিবস দিয়ে বাবার মনে

পারবোনা দিতে আলো,

আমার বাবা আমার জন্য

সারা বছর ভালো।


Love Struck

আনন্দ বেদনা শেয়ার করি

ধৈর্যের পরামর্শে পাই শান্তি,

বাবা, মা, ভাই, বোন, সবে

মোরা সল্প সময়ের অতিথি।

Love Struck

সল্প সময়ে এতো মায়া

দিয়েছেন যিনি, তিনি মোর রব,

তাহার পায়ে সিজদায়

লুটিয়ে পড়ি, তিনি মোর সব।


Love Struck

বাবা নামটি বটবৃক্ষ,

অশেষ নেয়ামত আল্লাহর ,

সুখে দুঃখে কষ্ট যাতনায়

নাহি মোরা পর।

Love Struck

অন্তরের ভক্তি শ্রদ্ধা

প্রিয় বাবা তোমার প্রতি,

তুমি আমার ভালোবাসা

অন্তরের বিশ্বস্ত জ্যোতি।

বিষয়: বিবিধ

১০১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File