প্রিয় বাবা... আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৬ জুন, ২০১৯, ১২:৫৪:৪০ দুপুর

বাবা দিবস দিয়ে বাবার মনে
পারবোনা দিতে আলো,
আমার বাবা আমার জন্য
সারা বছর ভালো।![]()
আনন্দ বেদনা শেয়ার করি
ধৈর্যের পরামর্শে পাই শান্তি,
বাবা, মা, ভাই, বোন, সবে
মোরা সল্প সময়ের অতিথি।![]()
সল্প সময়ে এতো মায়া
দিয়েছেন যিনি, তিনি মোর রব,
তাহার পায়ে সিজদায়
লুটিয়ে পড়ি, তিনি মোর সব।![]()
বাবা নামটি বটবৃক্ষ,
অশেষ নেয়ামত আল্লাহর ,
সুখে দুঃখে কষ্ট যাতনায়
নাহি মোরা পর।![]()
অন্তরের ভক্তি শ্রদ্ধা
প্রিয় বাবা তোমার প্রতি,
তুমি আমার ভালোবাসা
অন্তরের বিশ্বস্ত জ্যোতি।
বিষয়: বিবিধ
১০৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন