দায়িত্ববান তৈরির দায়িত্ব এবং আমরা! | আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১০ মার্চ, ২০১৯, ০২:৫৩:৪৬ রাত



সবাই সচেতন নিজের অধিকার নিয়ে

নিজে হতে চাইনা দায়িত্ববান,

অধিকার আদায় করতে উচু নিচু সব

পথে হাঁটে, অধিকার প্রশ্নে নানান প্লান!

<)Happy

এ-সে অধিকার প্রশ্নে নানান জন

নানান মত একিভূত হয় ভুলে মতভিন্নতা,

দায়িত্ববান হবার শিক্ষা প্রসারিত করার

চিন্তাও করেনা, আহা! চিন্তা শূন্যতা!

<)Happy

দায়িত্ববান হবার শিক্ষা যুক্ত হয়নি

আজও পাঠ্যবইয়ে, অধিকার অন্তর্ভূক্ত,

প্রশ্ন এটাই জনগোষ্ঠীর বিরাট অংশ

কি করে বুঝবে দায়িত্বের গুরুত্ব?

Wave

দায়িত্ববান হলেই অধিকার প্রতিষ্ঠিত

হয়, অধিকার প্রশ্নে থাকেনা আক্রোশ,

দায়িত্ববান তৈরির সাবজেক্ট কবে অন্তর্ভুক্ত

হবে শিক্ষা ব্যবস্থায়, কবে ফিরবে কর্তার হুশ?

Cook

দায়িত্বের জ্ঞান নেই যার তার অধীনস্থরা

অধিকার বঞ্চিত, নেই কোন সন্দেহ,

অধীনস্থরা অধিকার প্রশ্নে করে হই হুল্লোড়

শান্তি বিনষ্ট, বঞ্চিতরা করে বিদ্রোহ।

Wave

বিদ্রোহী দমন স্থায়ী সমাধান নয়, স্থায়ী

সমাধান দায়িত্ব বিষয়ে শিক্ষা গ্রহণ,

দায়িত্ব পালনই ফেরাতে পারে ঘরে,

পরিবারে, গ্রামে, দেশে, শান্তির সোপান।

বিষয়: বিবিধ

৮৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File