গালি.. হাততালি | আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:০২:১৮ সকাল
তিক্ত মন তিক্ত পরিবেশ
চারধিকে যুদ্ধের ভাব,
অপছন্দের সমর দুর্বল দেখে
খুশির ঝর্ণা বহে মনে, এ মানুষের স্বভাব!
-
লেনা নেই, দেনা নেই, ন্যায় অন্যায়
বিবেচনার বোধদয় শূন্য,
তবুও খুশির হওয়া বহে, ভাব যেনো
বাধ্যক্যে ফিরে পেয়েছে তারুণ্য।
-
নিজ হাতে নাইকো পলাশীর তলোয়ার
অন্যের হাতে ভর দিয়ে লালা ঝারায়,
বিবেক মরে গেছে শূন্যে
চিনতে পারছেনা যেন কোনটি অন্যায়।
-
অধারা ধরতে মন জাগে
বিকট শব্দে শুনে কান্নার আওয়াজ,
যুক্তির যুদ্ধ নয় যেন ঘৃণার চাদের
মোড়ানো নরপিশাচ।
-
অপরাধের খোঁজ চলে মাইকে বাঁজে সুর
পোলাও বিরানি উপস্থিত! মূল অপরাধী নির্ভয়,
অপরাধীর অপরাধে চেয়ার নিকটবর্তী হাসে
সে চেয়ারে বসে অপরাধ বিরোধী কথা বলে নেতায়।
-
কথার ভেলকিতে সামনের লোকজন
হাততালি দেয়, দেয় আরো মনে মনে গালি,
টিভি ক্যামেরা, কাগজের রিপোর্টারের
আড়ালে রয় গালি, রিপোর্ট হয় শুধু হাততালি।
বিষয়: বিবিধ
৭৬২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ মতামতের জন্য। লেখার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ।
মন্তব্য করতে লগইন করুন