আপন ঘর... ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৩ সেপ্টেম্বর, ২০১৭, ০২:০৯:১৫ রাত

নোবেল পুরস্কার যেনো
এক রক্তের লিলিখেলা,
নোবেল দিয়ে রক্ত নিয়ে খেলার
যেনো অনুমতি! বিশ্ব অবলা!![]()
নোবেলের দামে ..সূচি রক্ত বিলায়
মানবতার ফেরীওয়ালারা চুপ!
মুদি তাহার আসল রূপ দেখিয়ে
এলো, দিলো গণহত্যার টোপ!![]()
প্রতিবেশীর গণহত্যা মেনে
নিয়ে অমানবিক দৃষ্টান্ত!
তা দেখে এই ছোট্ট হূদয়ে
তৈরি হয়েছে বড় ক্ষত!![]()
কাউকে দেখাতে পারিনা
বুঝাতেও পারিনা কাঁদে অন্তর,
হে আল্লাহ আমাদের সিমাবদ্ধতা
দেখেছো তুমি, তুমি শক্তিধর।![]()
হে আল্লাহ তোমার আপন শক্তি দাও
নির্যাতিত রোহিঙ্গাদের উপর,
তারা যেনো ফিরে পায়
তাদের আপন ঘর।
ছবিঃ মানবজমিন
বিষয়: বিবিধ
৯১৫ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
নোবেল, তুমি আর ধরা না দিয়ে পারবে না
মন্তব্য করতে লগইন করুন