ফিরে এসো....! ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১১ জুলাই, ২০১৭, ০৬:১৯:২৪ সন্ধ্যা
......হে প্রজন্ম কেন
......তুমি করে চলছো
..........অভ্যাসের দাসত্ব?
....মনকে শক্তিশালী করো
......অভ্যাসকে নিজের দাস বানাও,
...............................হও মাদক মুক্ত।
...মাদক শুরুর সময়ের কথা
...............একবার ভেবে দেখো,
....... সেই সময়ে অভ্যাস ছিলো দাস তোমার,
.... তুমিই বলো আজ কেন
.........অভ্যাসের দাস তুমি
...........কেন মানসিক শক্তির হার?
.....তোমার এই অধপতন
......তুমি মনো কি করে, গোড়া সমাজ
..........দিক্কার দেয় তোমার অভ্যাসকে!
........মনকে সচল করো
............ফিরে এসো এবার
............সুন্দর সুস্থ সমাজের বুকে।
মাদকঃ- সিগারেট, জর্দা, তামাক পাতা, মদ, হিরোইন, ইয়াবা সহ সকাল প্রকার মাদক থেকে মুক্ত হওয়া চাই। সুস্থ সমাজের জন্য।
বিষয়: বিবিধ
৮৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন