শংকা........... আশংকা......! ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৭ জানুয়ারি, ২০১৭, ০৩:৩৭:৪৮ রাত
জেলে বসে খুনের আসামিরা
চুলে মাখে খালি,
জামাই আদর পেয়ে তারা
ছিড়ে ফুলের কলি।
চুল আর ফুল দুটোই তাহাদের
তরে কালের আবর্তনে,
খুন করার জন্য যারা আগ্রহী
তারা খুশি রাজকীয় মনে।
শত ফুল ঝরে যাক
কিই বা আসে যায়?
তারাতো রাজার রাজা
তাদের ক্ষতি নাই ক্ষতি নাই।
অপেক্ষা আর শংকায়
রয় শোকাহত পরিবার,
টাকার গরম ছালে হবে কি
গোপনে ক্ষমতার কোন অপব্যবহার?
বিষয়: বিবিধ
১০০৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন