শংকা........... আশংকা......! ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৭ জানুয়ারি, ২০১৭, ০৩:৩৭:৪৮ রাত



জেলে বসে খুনের আসামিরা

চুলে মাখে খালি,

জামাই আদর পেয়ে তারা

ছিড়ে ফুলের কলি।

Chatterbox

চুল আর ফুল দুটোই তাহাদের

তরে কালের আবর্তনে,

খুন করার জন্য যারা আগ্রহী

তারা খুশি রাজকীয় মনে।

Chatterbox

শত ফুল ঝরে যাক

কিই বা আসে যায়?

তারাতো রাজার রাজা

তাদের ক্ষতি নাই ক্ষতি নাই।

Chatterbox

অপেক্ষা আর শংকায়

রয় শোকাহত পরিবার,

টাকার গরম ছালে হবে কি

গোপনে ক্ষমতার কোন অপব্যবহার?

বিষয়: বিবিধ

১০০৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381317
১৭ জানুয়ারি ২০১৭ সকাল ১০:১২
হতভাগা লিখেছেন : পুলিশের হেফাজতে ১/২ বছর থাকলে চেহারা সূরত যে একবারে ফ্রেশ হয়ে যায় এটা তারই প্রমাণ ।

১৭ জানুয়ারি ২০১৭ সকাল ১০:২১
315377
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : জ্বী বস!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File