বলির পাঠা..... ✔✔✔ আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৫ জানুয়ারি, ২০১৭, ০২:০০:১১ রাত

কেউ বলে গনতন্ত্র হত্যা দিবস
কেউ বলে দিবস গনতন্ত্র রক্ষার,
নিরবে জনগণের মনের গভীরে
অধিকার বঞ্চিত বোবা চিৎকার।![]()
হত্যা আর রক্ষা দিবস নামে
মুখোমুখি মুখের বুলি শুধু,
কেউ করে গালমন্দ কেউ সাজিয়ে
গুজিয়ে ছড়ায় কথার মধু।![]()
শুনতে গেলে সবে ভালো
বুঝতে গেলে অস্থির মন,
ওদের উদ্দেশ্য শুধু ক্ষমতা
বলির পাঠা জনসাধারণ। ![]()
গনতন্ত্র নামে আছে, আগেও
তাই ছিলো, গনতন্ত্র ভোটের গান!
ক্ষমতা হতে এলে দৃঢ়চিত্তে
জলমলে নিজের তন্ত্র চালান...!![]()
গনতন্ত্রের দোহাই দিয়ে দূর্বলের
দমন নিপিড়ন সময়ের সাক্ষী,
ক্ষমতার দড়ি ধরে জনঅধিকারকে
রাখে তারা পরকালের জন্য বাকি!
বিষয়: বিবিধ
১১৩৮ বার পঠিত, ৬ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন