বলির পাঠা..... ✔✔✔ আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৫ জানুয়ারি, ২০১৭, ০২:০০:১১ রাত
কেউ বলে গনতন্ত্র হত্যা দিবস
কেউ বলে দিবস গনতন্ত্র রক্ষার,
নিরবে জনগণের মনের গভীরে
অধিকার বঞ্চিত বোবা চিৎকার।
হত্যা আর রক্ষা দিবস নামে
মুখোমুখি মুখের বুলি শুধু,
কেউ করে গালমন্দ কেউ সাজিয়ে
গুজিয়ে ছড়ায় কথার মধু।
শুনতে গেলে সবে ভালো
বুঝতে গেলে অস্থির মন,
ওদের উদ্দেশ্য শুধু ক্ষমতা
বলির পাঠা জনসাধারণ।
গনতন্ত্র নামে আছে, আগেও
তাই ছিলো, গনতন্ত্র ভোটের গান!
ক্ষমতা হতে এলে দৃঢ়চিত্তে
জলমলে নিজের তন্ত্র চালান...!
গনতন্ত্রের দোহাই দিয়ে দূর্বলের
দমন নিপিড়ন সময়ের সাক্ষী,
ক্ষমতার দড়ি ধরে জনঅধিকারকে
রাখে তারা পরকালের জন্য বাকি!
বিষয়: বিবিধ
১০৯০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন