বলির পাঠা..... ✔✔✔ আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৫ জানুয়ারি, ২০১৭, ০২:০০:১১ রাত



কেউ বলে গনতন্ত্র হত্যা দিবস

কেউ বলে দিবস গনতন্ত্র রক্ষার,

নিরবে জনগণের মনের গভীরে

অধিকার বঞ্চিত বোবা চিৎকার।

Happy

হত্যা আর রক্ষা দিবস নামে

মুখোমুখি মুখের বুলি শুধু,

কেউ করে গালমন্দ কেউ সাজিয়ে

গুজিয়ে ছড়ায় কথার মধু।

Happy

শুনতে গেলে সবে ভালো

বুঝতে গেলে অস্থির মন,

ওদের উদ্দেশ্য শুধু ক্ষমতা

বলির পাঠা জনসাধারণ।

Happy

গনতন্ত্র নামে আছে, আগেও

তাই ছিলো, গনতন্ত্র ভোটের গান!

ক্ষমতা হতে এলে দৃঢ়চিত্তে

জলমলে নিজের তন্ত্র চালান...!

Happy

গনতন্ত্রের দোহাই দিয়ে দূর্বলের

দমন নিপিড়ন সময়ের সাক্ষী,

ক্ষমতার দড়ি ধরে জনঅধিকারকে

রাখে তারা পরকালের জন্য বাকি!

বিষয়: বিবিধ

১০৯০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381141
০৫ জানুয়ারি ২০১৭ দুপুর ০১:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমরা এখন সবাই খাসি!!! পাঠা বলিয়া পাঠার অপমান করিবেন না!
০৫ জানুয়ারি ২০১৭ বিকাল ০৪:২৪
315297
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Crying
381148
০৫ জানুয়ারি ২০১৭ দুপুর ০২:১৭
হতভাগা লিখেছেন : We get the Government we deserve

০৫ জানুয়ারি ২০১৭ বিকাল ০৪:২৪
315298
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Frustrated Frustrated
381150
০৫ জানুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৬:২৪
আলমগীর ইমন লিখেছেন : বেশ লিখেছেন
০৬ জানুয়ারি ২০১৭ রাত ০৩:১৩
315312
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File