একটি ঘোষণা..... Skull Skull Skull Skull Skull Skull Skull✔✔✔ আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৬ ডিসেম্বর, ২০১৬, ০২:৩৫:০৯ রাত



আমি চিৎকার কেমন করে করি

শিখে পেলেছি বোবার অভিনয়,

মানবতার কর্ণধার আমি

বুকের ভিতরে স্বার্থ সঞ্চয়।

Skull Skull

আমি মানবতা হিসাব করি

কোথায় কাকে ভাগ করে দেবো,

"অঙ্গীকার" নরমের জম আমি,

স্বজতনে শক্তের পা চাটবো!!

Skull

যারা আমায় দিয়েছে পদমর্যাদা

তাদের মানবতা রক্ষায় করি আমি যুদ্ধ,

রোহিঙ্গা মুসলমানদের কিসের

মানবতা? আমি আছি পরিশুদ্ধ!!

Skull

মুসলিম বলে সেতো মানুষ নহে

নেই বাঁচবার অধিকার,

মাবতার কর্ণধার হয়ে আমি অন্ধ, নিঃস্পাপ

শিশুর নির্মাম হত্যাও চোখে পড়েনা আর।

Skull

আমি মানবতা ফেরী করে বেড়ায়

আমার চারপাশে স্বার্থবাদী মিড়িয়া,

স্বার্থের খোঁজ পেলেই আমি, বিশাল

আয়োজনে 'বিকি' আমার প্রতিক্রিয়া।

Skull

মিড়িয়া শূন্য থেকে পূণ্যরূপে

বনিছে আমায় মানবতাবাদী,

আমি সময়মত স্বার্থ উদ্ধারে

চোখে গ্রিসারিন দিয়ে কাঁদি।

Skull

বিঃদ্রঃ লেখাটি জাতীসংঘের পক্ষে কাল্পনিক ঘোষণা!!!

বিষয়: বিবিধ

১০১৫ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380482
০৬ ডিসেম্বর ২০১৬ সকাল ০৭:৩১
সাদাচোখে লিখেছেন : কাফের মুশরিকদের জন্য।
০৬ ডিসেম্বর ২০১৬ সকাল ১০:৩৮
314886
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : জ্বী।
380486
০৬ ডিসেম্বর ২০১৬ সকাল ০৯:৫৪
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সুন্দর লিখেছেন, জাযাকাল্লাহ।

জাতিসংঘের কথা না হয় বাদই দিলাম। ওআইসি কার জন্য??
০৬ ডিসেম্বর ২০১৬ সকাল ১০:৩৯
314887
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ঠিক বলেছেন।
১৪ ডিসেম্বর ২০১৬ রাত ১২:৪৩
314990
সাদাচোখে লিখেছেন : ফ্যাক্টস ও ফিগার নিশ্চিত করে, এর আইডিয়া হতে শুরু করে পরিকল্পনা, নামকরন, সংবিধান ও বিভিন্ন বিধিবিধান এর মূল আর্কিটিক্ট বিশ্ব প্রতারক, মিথ্যাবাদী ইংল্যান্ডের ঔরসজাত এ্যাবসুলুট ইভিল ওয়াশিংটনস্থ বিশ্ব নিয়ন্তা রা।

মুসলিমদের ধোঁকা দিতে এবং তাদেরকে এ্যাবসুলটলী নিয়ন্ত্রনে রাখার জন্য - ইউ এন এর জুরিসডিকশান এর আওতায় এক্সট্রা নিয়ন্ত্রন লেয়ার হিসাবে কাজ করার জন্য তৈরী করা হয়েছে - ও আই সি - যাতে বোকা মুসলিম খেলাফত (হীরা) ভুলে গণতান্ত্রিক! ওআইসি (কাঁচ) কে অবলম্ভন করতে বাধ্য হয়।
380503
০৬ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:২৯
কুয়েত থেকে লিখেছেন : মুসলমানের জন্য মানবতা তাকতে নেই।
০৭ ডিসেম্বর ২০১৬ রাত ০২:৩৩
314902
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Frustrated
380506
০৬ ডিসেম্বর ২০১৬ রাত ০৮:১২
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : বলার কিছুই নেই।
০৭ ডিসেম্বর ২০১৬ রাত ০২:৩৩
314903
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Praying
380507
০৬ ডিসেম্বর ২০১৬ রাত ০৯:১৪
হতভাগা লিখেছেন : জাতিসংঘ ইহুদী নাসারা কর্তৃক প্রস্তুতকৃত ইহুদী নাসারাদের জন্য কাজ করা একটা প্রতিষ্ঠান
০৭ ডিসেম্বর ২০১৬ রাত ০২:৩৪
314904
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ঠিক বলেছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File