একটি ঘোষণা..... ✔✔✔ আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৬ ডিসেম্বর, ২০১৬, ০২:৩৫:০৯ রাত
আমি চিৎকার কেমন করে করি
শিখে পেলেছি বোবার অভিনয়,
মানবতার কর্ণধার আমি
বুকের ভিতরে স্বার্থ সঞ্চয়।
আমি মানবতা হিসাব করি
কোথায় কাকে ভাগ করে দেবো,
"অঙ্গীকার" নরমের জম আমি,
স্বজতনে শক্তের পা চাটবো!!
যারা আমায় দিয়েছে পদমর্যাদা
তাদের মানবতা রক্ষায় করি আমি যুদ্ধ,
রোহিঙ্গা মুসলমানদের কিসের
মানবতা? আমি আছি পরিশুদ্ধ!!
মুসলিম বলে সেতো মানুষ নহে
নেই বাঁচবার অধিকার,
মাবতার কর্ণধার হয়ে আমি অন্ধ, নিঃস্পাপ
শিশুর নির্মাম হত্যাও চোখে পড়েনা আর।
আমি মানবতা ফেরী করে বেড়ায়
আমার চারপাশে স্বার্থবাদী মিড়িয়া,
স্বার্থের খোঁজ পেলেই আমি, বিশাল
আয়োজনে 'বিকি' আমার প্রতিক্রিয়া।
মিড়িয়া শূন্য থেকে পূণ্যরূপে
বনিছে আমায় মানবতাবাদী,
আমি সময়মত স্বার্থ উদ্ধারে
চোখে গ্রিসারিন দিয়ে কাঁদি।
বিঃদ্রঃ লেখাটি জাতীসংঘের পক্ষে কাল্পনিক ঘোষণা!!!
বিষয়: বিবিধ
১০১৫ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাতিসংঘের কথা না হয় বাদই দিলাম। ওআইসি কার জন্য??
মুসলিমদের ধোঁকা দিতে এবং তাদেরকে এ্যাবসুলটলী নিয়ন্ত্রনে রাখার জন্য - ইউ এন এর জুরিসডিকশান এর আওতায় এক্সট্রা নিয়ন্ত্রন লেয়ার হিসাবে কাজ করার জন্য তৈরী করা হয়েছে - ও আই সি - যাতে বোকা মুসলিম খেলাফত (হীরা) ভুলে গণতান্ত্রিক! ওআইসি (কাঁচ) কে অবলম্ভন করতে বাধ্য হয়।
মন্তব্য করতে লগইন করুন