ভাবির মা বাপেরা কেমন মানুষ? ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৩ নভেম্বর, ২০১৬, ০৩:১৪:৩৪ রাত
নিচের স্কৃর্নসর্ট থেকে লেখার সূত্রপাত!
বিয়েতে যৌতুক না নিলে যেখানে ছেলের বা ছেলের পরিবার অপমানিত হয়েছে বলে ধরে নেয়া সংস্কৃতি হয়ে দাড়িয়েছে সেখানে কোরবানীর গরু, শীত পিঠা, সহ নানান রকম হয়রানি না করলে ইজ্জত থাকে নাকি?
কোরবানির গরু বা ছাগল না দিলে বা না নিলে পাড়াপড়শির সহ আত্মীয় স্বজনদের ঘুম হারাম হয়ে যায়।
মেয়েরা এই বিষয়ে সবচেয়ে বেশি কোচা দিয়ে কথা বলে!!
পড়শিঃ কিরে তোমার নতুন বিয়ে হয়েছে প্রথম কোরবানির ঈদ তোমার বাপের বাড়ি থেকে গুরু দেয়নি?
নতুন বউঃ না দেয়নি।
পড়শিঃ একটি ছাগলও দিতে পারতো! তোমাদের পরিবার কি এতই গরিবযে একটি ছাগলও দিতে পারলোনা!
নতুন বউঃ হ্যাঁ দিতে পারতো...
পড়শিঃ তোমার মা বাপ আসলে ইজ্জত সম্মান কিছুই চেনেনা নতুন বিয়ে হয়েছে প্রথম কোরবানিতে গরু ছাগল কিছু দেয়নি মানুষ কত কিছু বলবে দেখো।।
নতুন বউঃ রান্নার সময় হয়েছে পরে কথা বলবো, আসি।
কোরবানি ঈদ উপলক্ষ্যে সাইমা বেড়াতে এসেছে অন্য সবার মত খাওয়া দাওয়া শেষ!
সাইমা মাকে জিজ্ঞেসা করলো মা কোরবানির সময় ভাবির বাপের বাড়ি থেকে গুরু দিয়েছে নাকি ছাগল দিয়েছে? (উল্লেখ্য সাইমা ঘরের বড় মেয়ে) মা বললো কিছু দেয়নি! সাইমা বলল কি বল মা.....
আমার বিয়ের প্রথম কোরবানির সময় তোমরা ২৭ হাজার টাকা দিয়ে গরু কিনে দিয়েছিলে......
ভাবির মা বাপেরা কেমন মানুষ?
সন্ধ্যায় গল্পের ছলে....
ভাবি কি করছো?
এইতো রান্না করছি,
কি রান্না করছো?
এইতো বাজার থেকে মাছ এনেছে মাছ রান্না করছি। গরুর গোস্ত গরম করতেছি। আচ্ছা ঠিক আছে।
ভাবি... আমার শশুর বাড়ির পাশে কয়েকমাস আগে একটি নতুন বউ এনেছে বউ অনেক ভালো, বউয়ের মা বাবারাও অনেক ভালো!
এমনেতো অনেক কিছুই দেয়, এইবার কোরবানির সময় এত বড় গুরু দিয়েছে... পড়ার সাবাই দেখতে এসেছে....!
ঐ এলাকার সেরা গুরু, দাম ৮০ হাজার টাকা বলেছে.... পুরা গ্রাম নাম হয়ে গেছে.....!
নতুন বউটির বুঝতে বাকি রইলোনা স্বামীর বড় বোন তাকে কি বুঝাতে চাইছে!!
পরের দিন নতুন বউটি তার মা বাবার সাথে ফোনে কথা বলে......
মা আমি কি তোমাদের কাছে বোঝা হয়ে গিয়েছিলাম???
কেনরে কি হয়েছে? না কিছু হয়নি! বল কি হয়েছে....
এত বড় একটি কোরবানি গেলো তোমরা কোন গরু ছাগল দিতে পারলেননা। মেয়ের কথা শুনে মেয়ের বাবা মা হতবাক!
মা কেউ কিছু বলেছে নাকি? কান্না ঝড়িত কন্ঠে অনেকে অনেক কথা বলে।
মা কি করবো বল তোর বিয়ের কড়চাপাতি করতে আমাদের আরো ধারকর্য আছে সেগুলো এখনো শেষ করতে পারিনি। আমরাওতো এই বছর কোরবানি করিনি।
বাকিটুকু বলার মত নয়.....
এই ধরনের ঘটনা আপনার আমার চোখের সামনে হরহামেশাই ঘটতেছে..... সামাজিক বিপ্লব ছাড়া এর মুক্তি নেই, আসুন মুক্তির জন্য পরিবর্তনের লক্ষ্যে সম্মিলিত ভাবে চেষ্টা করি সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। আসুন আমরা সামাজিক ব্যাধি দূর করার জন্য দলমত নির্বিশেষে কাজ করি।
বিষয়: বিবিধ
১২০৬ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সচেতনতা অবশ্যই জরুরি। ধন্যবাদ মতামতের জন্য।
ধন্যবাদ ভাইয়া ।
নবদম্পত্তির জন্য শুভ কামনা -- আগামী দিন গুলো যেন উনাদের সুন্দর হয় ।
ভালো লাগলো / অনেক ধন্যবাদ /
অরুচিকর মানসিকতার ছাপ সুস্পষ্ট এহেন আপত্তিকর কথোপকথনে।
জাযাকাল্লাহু খাইরান।
মন্তব্য করতে লগইন করুন