একটি আপোষ! ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৩ অক্টোবর, ২০১৬, ১০:৫৪:৩৯ সকাল
আমরা ভাবিওনা চাইওনা কাউকে
আমাদের প্রতিপক্ষ হিসেবে দাড় করায়,
আমরাতো চাই দলমত নির্বিশেষে সুস্থ
সমাজ গড়তে একই কাতারে দাড়ায়।
জানি আমরা জানি শান্তির বিপক্ষে
নয়, কোন বিবেকববান মানুষ,
ব্যক্তি হিংসা দূরে ঠেলে দিয়ে ঐক্যের পথে
চলো সবে শান্তির পক্ষে করি আপোষ।
আপনার একটি আপোষ উপহার দিতে
পারে একটি সুন্দর সুস্থ সমাজ ব্যবস্থা,
উদার মনে এগিয়ে এসে গড়ে তোলতে
হবে তরুণ প্রজন্মের মনে গভীর আস্থা।
তরুণ প্রজন্মের হাত ধরে তৈরি হবে
যৌতুক ও মাদক মুক্ত সুস্থ সমাজ,
অভিভাবকের ভূমিকা অপরিহার্য এতে
অভিভাবকদের সিদ্ধান্তে চাই পরিচ্ছন্ন আওয়াজ।
তরুণদের ইচ্ছে আর অভিভাবকদের
সিদ্ধান্তে সমাজে আসবে অমুল পরিবর্তন,
ভুলে দৃধাধন্ধ চলো উন্নত সমাজ গড়ার লক্ষ্যে
হই আমরা একে অন্যের আপন।
তৈরি হোক আপন মানুষের সমাজ ব্যবস্থা
চাইনা কোন ঝগড়া বিবাদ আর,
সম্মিলিত প্রচেষ্টায় ফিরে আসুক আলো
মুছে যাক ভুলে ভরা জমাটবাঁধা আঁধার।
বিষয়: বিবিধ
১০১২ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন