একটি আপোষ! ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৩ অক্টোবর, ২০১৬, ১০:৫৪:৩৯ সকাল

আমরা ভাবিওনা চাইওনা কাউকে
আমাদের প্রতিপক্ষ হিসেবে দাড় করায়,
আমরাতো চাই দলমত নির্বিশেষে সুস্থ
সমাজ গড়তে একই কাতারে দাড়ায়।![]()
জানি আমরা জানি শান্তির বিপক্ষে
নয়, কোন বিবেকববান মানুষ,
ব্যক্তি হিংসা দূরে ঠেলে দিয়ে ঐক্যের পথে
চলো সবে শান্তির পক্ষে করি আপোষ। ![]()
আপনার একটি আপোষ উপহার দিতে
পারে একটি সুন্দর সুস্থ সমাজ ব্যবস্থা,
উদার মনে এগিয়ে এসে গড়ে তোলতে
হবে তরুণ প্রজন্মের মনে গভীর আস্থা। ![]()
তরুণ প্রজন্মের হাত ধরে তৈরি হবে
যৌতুক ও মাদক মুক্ত সুস্থ সমাজ,
অভিভাবকের ভূমিকা অপরিহার্য এতে
অভিভাবকদের সিদ্ধান্তে চাই পরিচ্ছন্ন আওয়াজ।![]()
তরুণদের ইচ্ছে আর অভিভাবকদের
সিদ্ধান্তে সমাজে আসবে অমুল পরিবর্তন,
ভুলে দৃধাধন্ধ চলো উন্নত সমাজ গড়ার লক্ষ্যে
হই আমরা একে অন্যের আপন। ![]()
তৈরি হোক আপন মানুষের সমাজ ব্যবস্থা
চাইনা কোন ঝগড়া বিবাদ আর,
সম্মিলিত প্রচেষ্টায় ফিরে আসুক আলো
মুছে যাক ভুলে ভরা জমাটবাঁধা আঁধার।
বিষয়: বিবিধ
১০৭৬ বার পঠিত, ৯ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন