ওরা আসছে.... বিষয় যৌতুক ও মাদক! ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৯ অক্টোবর, ২০১৬, ০৩:০৫:০২ রাত



ওরা আসছে, আসবেই ওরা,

যারা এখনো আছে অন্ধকারে

ওরা আলো খোঁজে চলছে নিরবে,

সুযোগ পেলেই আসবে ওরা আলোর আসরে।

Rose

এতোদিন চুপচাপ সহ্য করে,

অন্তরকে যারা করেছে কয়লা

ওরা দাড়াবে এবার পরিস্কার হবেই-হবে

অবচেতনে জমাটবাঁধা সমাজের ময়লা।

Rose

দাম্পত্যের সম্পর্ক শুরু হোক যুলুম মুক্ত

যৌতুকের প্রশ্ন ভুলে যাক অভিভাবক

যৌতুকের বিরুদ্ধে আমরা গড়েছি ঐক্য,

আর দেরি নয় এবার আওয়াজ তোলো হে যুবক।

Rose

হে যুবক তুমি আওয়াজ তুলবে যখন

তোমার অভিভাবক মনে পাবে শক্তি

যুবকের সাহস আর অভিভাবকের শক্তি

দিয়ে আসবে-আসবেই যৌতুকের মুক্তি।

Rose

মাদক সেবন কেন হে তরুণ, যুবক?

তুমিতো ছিলে নিস্পাপ পরিস্কার

কেন? বলো কেন? মাদক সেবনে

নিজেকে করছো ছারখার?

Rose

তুমি ইচ্ছে করলেই পারো

পরিবর্তন করে নিতে নিজেকে

সহযোগী হিসেবে পাবে নিশ্চয়ই

ঐক্যের বন্ধনে আমাদেরকে।

Rose

তুমি এসো খোলা মনে, সহজ করে নাও,

পরিবর্তনের অঙ্গীকারে শক্ত করো মনকে।

বিশ্বাস করো ঠাঁই পাবে তুমি

আমাদেরই মায়া ভরা বুকে।

Rose

মিছিলে এসো ছেড়ে দ্বিধাবোধ

ঐ দোখো জ্বলছে পরিবর্তনের আলো

যৌতুকের দামাঢল থামবে এবার

মুছে যাবে মাদকের আঁধার কালো।

বিষয়: বিবিধ

৯৯৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378832
১৯ অক্টোবর ২০১৬ দুপুর ১২:৪২
হতভাগা লিখেছেন : বর্তমান সমাজে হারিয়ে যাওয়া শৃঙ্খলা ফিরিয়ে আনতে যৌতুক প্রথা আবশ্যক ।

নিজের সামর্থ্যের বাইরে সংসার মেইনটেইন করতে গিয়ে অনেকেই বিপথে জড়িয়ে পড়ে। আর্থিক ব্যাক আপই পারে এ ধরনের ফ্রাস্টেটেড অবস্থার অবসান ঘটাতে।
১৯ অক্টোবর ২০১৬ বিকাল ০৪:৩৭
313791
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার অবস্থান পরিবর্তন হতে সময় লাগবে।
১৯ অক্টোবর ২০১৬ বিকাল ০৫:৩২
313793
হতভাগা লিখেছেন : যৌতুকের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে সমাজে যেরকম শৃঙ্খলা বিরাজ করছিল যৌতুক প্রথার বিরুদ্ধে আওয়াজ উঠার পর থেকে সেই শৃঙ্খলা চলে গেছে ।

পুরুষ মানুষ সংসার ও লাক্সারী মেইনটেইনের জন্য টাকার সন্ধানে পাগলা কুকুরের মত হয়ে গেছে ।

দ্বায়িত্বের চাপের ঠেলায় সবাই এক রাতেই বিলিয়নিয়ার হবার স্বপ্ন দেখা/ ধান্ধা করা শুরু করে দিয়েছে।
২০ অক্টোবর ২০১৬ রাত ১২:০৪
313811
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হ্যাঁ রাতারাতি বড় হবার চিন্তা....
378869
২০ অক্টোবর ২০১৬ রাত ১২:১৭
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু পরম শ্রদ্ধেয় ভাইয়া।

মিছিলে এসো ছেড়ে দ্বিধাবোধ

ঐ দোখো জ্বলছে পরিবর্তনের আলো

যৌতুকের দামাঢল থামবে এবার

মুছে যাবে মাদকের আঁধার কালো।
অনেক ভালো লাগলো .
২০ অক্টোবর ২০১৬ রাত ১২:২৮
313812
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File