অভিশপ্ত যৌতুক...!

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১১:৫৯:৩৯ রাত



যৌতুক একটি সামাজিক ব্যাধি। এ ব্যাধিতে আক্রান্ত সমাজের প্রতিটি মানুষ আজ অভিশাপ নিয়ে জীবন-যাপন করছে। প্রত্যেকের জীবনে যৌতুক নামের অভিশাপটি অশান্তি সৃষ্টি করে প্রতিনিয়ত নেক্কারজনক ঘটনার জন্ম দিচ্ছে। প্রতিদিন পত্রিকার পাতায় দেখি নারী নির্যাতনের খবর।যৌতকের কারনে সমাজের অনেক নারী স্বামীর দ্বারা শারীরিক, মানষিকভাবে নির্যাতনের স্বীকার। অনেকে স্বামীর নির্যাতন সহ্য করতে ব্যর্থ হয়ে আত্যহত্যার মত ঘৃণ্য পথ বেচে নেয়। অনেক নারী স্বামীর হাতে নির্যাতিত হয়ে অকালে মৃত্যু বরণ করে,অনেক পঙ্গুত্ব বরণ করেছে। নারীরা আজ সমাজের বিবেকের কাছে অসহায়, সমাজের বিবেকবান মানুষের বিবেক এখনো মোহ কাটিয়ে উঠেনি। সংসারে জীবন নিয়ে শান্তিতে থকতে হলে যৌতুকে চিরতরে বিদায় দিতে হবে, এগিয়ে আসতে হবে সমাজের বিবেকবান মনুষদের। সজাগ থাকতে হবে সমাজের সর্বস্থরের মানুষকে।।

বিষয়: বিবিধ

১২৪৫ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378009
২৮ সেপ্টেম্বর ২০১৬ রাত ১২:২৪
আফরা লিখেছেন : এটা আর সম্ভব নারে ভাইয়া ।সমাজে একবার যেটা চালু হয়ে যায় সেটা বিলুপ্ত করা অনেক কঠিন ।
তবে কাউকে না কাউকে অবশ্যই চেষ্টা করতে হবে আপনি সেটা করছেন ধন্যবাদভাইয়া ।
২৮ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৫:১৬
313342
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনিও এর ভিকটিম নয় তো?
জানেন, পুরুষ জাতি এমনই। আদর করে বুকে টানবে আবার যৌতুক না দিলে লাথি মেরে ফেলেও দিবে!
২৯ সেপ্টেম্বর ২০১৬ রাত ০১:৪৯
313364
আফরা লিখেছেন : জী না আমরা যৌটুক দেই না আর চাইবে বা কেন । এমনিতেই তো সবই পাবে ।আমরা ইচ্ছা করেই দিব সেটা তো আর যৌতুক না তাইনা সাকা ভাইয়া Rolling on the Floor Rolling on the Floor
২৯ সেপ্টেম্বর ২০১৬ রাত ০১:৫৭
313365
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আগে থেকেই ইচ্ছে করে দেয়ার ইচ্ছে যখন তৈরি সেইখানে যৌতুকের দাবী নিঃসপ্রাণ!!
378046
২৮ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৫:১৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভালোই লিখেছে তরুণ লেখক
২৯ সেপ্টেম্বর ২০১৬ রাত ০১:৫৮
313366
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : খবরটি লেখককে দিতে হবে।
378054
২৮ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৫:৫৫
২৯ সেপ্টেম্বর ২০১৬ রাত ০১:৫৮
313367
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ।
378063
২৮ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৩৫
নূর আল আমিন লিখেছেন : আমি যৌতুক ছাড়া বিয়া করুম না
২৯ সেপ্টেম্বর ২০১৬ রাত ০১:৫৯
313368
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বিয়া একখ্যন যখন করেই রেখেছেন। আর সুযোগ কই?
378084
২৯ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০১:৩১
নূর আল আমিন লিখেছেন : আরেকটা করবো
৩০ সেপ্টেম্বর ২০১৬ রাত ০১:১৭
313382
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Rolling on the Floor
378123
৩০ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০৩:০১
হতভাগা লিখেছেন : যৌতুক প্রথা থাকা উচিত কারণ , যৌতুক নেওয়া হয় মেয়ের বাবার কাছে থেকে তাদের মেয়েকে তার চাহিদা মত লাক্সারীতে রাখতে যেটা তার বাবা তাকে এতদিন দিয়ে আসছিল।
১৯ অক্টোবর ২০১৬ রাত ০২:৫৮
313762
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বাবা যেটা দিয়ে এসেছিল সেটা এখন তাহার বর দেবে!
১৯ অক্টোবর ২০১৬ সকাল ১১:৩০
313771
হতভাগা লিখেছেন : মেয়ের বাবাকেই তো তা দেওয়া উচিত - কারণ উনি চাকরি করেন ২৫ বছর ধরে আর উনার মেয়ের জামাই সবে মাত্র জয়েন করেছে । দুইজনের ব্যাংক ব্যালান্স কি সমান ? মেয়ে কি বাবার কাছে থেকে পেয়ে আসা লাক্সারী বাদ দেবে স্বামীর সংসারে এসে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File