ভালোবাসার হাত ধরে উম্মুক্ত হোক...! ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৪ সেপ্টেম্বর, ২০১৬, ০২:২৯:২৭ রাত



আমি কথা বলতে

চাই যুক্তি দিয়ে,

এসো শুনবে যারা

কান বাড়িয়ে।

Rose

আমি বলবো তোমরা

শুনবে এটাই প্রকৃতি,

তোমাদের বলা কথা

গুলো আমার অথিতি!

Rose

আমার বলা যুক্তিময় কথায়

হতে পার তোমরা দ্বীমত!

তবু তোমাদের ও আমার মাঝে

প্রকাশ হোক মানুষ হিসাবে আমরা সৎ।

Rose

সততার হাত ধরে হোক

সমাজের পরিবেশ শান্তিময়,

মানুষ হয়ে মানুষকে যেন

আমরা না করি ভয়।

Rose

যেন বলতে পারি গড়ন মুলক,

মনুষের সমস্যা নিয়ে,

কলম কগজ বুদ্ধি পরামর্শ

দিও তোমরা অবসর সময়ে।

Rose

সময়ের কাজ যেন

করতে পরি সময় মত,

আমার কারনে যেন অন্য

মানুষ না পায় মনে কোন ক্ষত।

Rose

মানুষের চিন্তার সাথে

আমার হতে পারে অমিল,

মানুষের জন্য মনে যেন

থাকে ভালোবাসা অনাবিল।

Rose

ভালোবাসার হাত ধরে

উম্মুক্ত হোক সামনে চলার পথ,

মানুষকে ভালোবেসে যেন

খুঁজে পাই শান্তির জগৎ।

Rose

শান্তির সাথে অতীত এবং

তথ্য প্রযুক্তি হোক সমান সাদৃশ্য,

পৃথিবী জুড়ে ফিরে আসুক

শান্তির অনাবিল সেই দৃশ্য।

Rose

জগড়া বিভেদ হানাহানির

হোক চিরতরে অবসান,

মানুষে মানুষে হাতে হাত রেখে

গেয়ে উটুক জীবনে মনববতার গান।

বিষয়: বিবিধ

১১৭১ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377124
০৪ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৩:১১
আফরা লিখেছেন : সুন্দর কবিতায় সুন্দর আহবান ।খুব ভাল লাগল ।

ধন্যবাদ ভাইয়া
০৪ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৩:৩৭
312621
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : উৎসাহ মুলক মন্তব্যের জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
377135
০৪ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১১:৪২
কাহাফ লিখেছেন : সুন্দরের প্রতি ছন্দময় আহবানে আসুন সবাই সাড়া দিয়ে যাই................. Rose Rose Rose
377150
০৪ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৫:৪১
সাম্য বাদী লিখেছেন : সুন্দর লিখেছেন। Rose Rose Rose
377290
০৭ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৩:৪১
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ।

আরো সুন্দর লিখুন, শুভকামনা রইলো ।
377348
০৮ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০২:১৩
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
379441
০৪ নভেম্বর ২০১৬ সকাল ১১:৫৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আস্ সালামু আলাইকুম। লিখতে থাকুন প্রতিনিয়ত। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File