ভালোবাসার হাত ধরে উম্মুক্ত হোক...! ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৪ সেপ্টেম্বর, ২০১৬, ০২:২৯:২৭ রাত
						 
						 
আমি কথা বলতে
চাই যুক্তি দিয়ে, 
এসো শুনবে যারা
কান বাড়িয়ে।![]()
আমি বলবো তোমরা  
শুনবে এটাই প্রকৃতি, 
তোমাদের বলা কথা 
গুলো আমার অথিতি!![]()
আমার বলা যুক্তিময় কথায় 
হতে পার তোমরা দ্বীমত! 
তবু তোমাদের ও আমার মাঝে
প্রকাশ হোক মানুষ হিসাবে আমরা সৎ।![]()
সততার হাত ধরে হোক
সমাজের পরিবেশ শান্তিময়, 
মানুষ হয়ে মানুষকে যেন
আমরা না করি ভয়।![]()
যেন বলতে পারি গড়ন মুলক, 
মনুষের সমস্যা নিয়ে, 
কলম কগজ বুদ্ধি পরামর্শ
দিও তোমরা অবসর সময়ে। ![]()
সময়ের কাজ যেন 
করতে পরি সময় মত, 
আমার কারনে যেন অন্য 
মানুষ না পায় মনে কোন ক্ষত।![]()
মানুষের চিন্তার সাথে 
আমার হতে পারে অমিল, 
মানুষের জন্য মনে যেন
থাকে ভালোবাসা অনাবিল।![]()
ভালোবাসার হাত ধরে 
উম্মুক্ত হোক সামনে চলার পথ, 
মানুষকে ভালোবেসে যেন 
খুঁজে পাই শান্তির জগৎ।![]()
শান্তির সাথে অতীত এবং  
তথ্য প্রযুক্তি হোক সমান সাদৃশ্য, 
পৃথিবী জুড়ে ফিরে আসুক
শান্তির অনাবিল সেই দৃশ্য। ![]()
জগড়া বিভেদ হানাহানির
হোক চিরতরে অবসান, 
মানুষে মানুষে হাতে হাত রেখে 
গেয়ে উটুক জীবনে মনববতার গান। 						 
						 
						 
						 
						 
						 
						 
						 
বিষয়: বিবিধ
১২৩৮ বার পঠিত, ৭ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
ধন্যবাদ ভাইয়া
আরো সুন্দর লিখুন, শুভকামনা রইলো ।
মন্তব্য করতে লগইন করুন