কে শুনেরে তাদের কান্না মিশ্রিত হূদয়ের আওয়াজ? ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৩ আগস্ট, ২০১৬, ০৯:৪৪:৪৪ রাত
কে শুনেরে তাদের কান্না মিশ্রিত হূদয়ের আওয়াজ?
বাংলাদেশটি জনগণের দেশ না হয়ে
রাজনৈতিকদের দেশে নিচ্ছে রূপ!
গুম খুনের ছাড়াছাড়ি, কলমের শক্তি
লিখােনা আর মিড়িয়া গুলো চুপ!
যারা দু'চার কলম লিখতে চাহে
তাদের হাত বন্ধ অদৃশ্য দড়িতে,
সত্য একএক করে ধসে পড়ছে
অন্যায়ের দৃশ্য অদৃশ্য আঘাতে।
অন্যায়কে কেউ আর অন্যায় বলেনা
বানিয়ে নিচ্ছে অন্যায়কে ন্যায় অবাধে,
সেই ফাঁকে সুবিধাবাজরা লুফে নিচ্ছে
তার প্রয়োজনীয় সব সুবিধে!!!
সুবিধাববাজদের খপ্পরে পড়েছে
দুর্বল চিত্তের মানুষ গুলো,
কে শুনেরে তাদের কান্না মিশ্রিত
হূদয়ের আওয়াজ গুলো?
আগুন হিসেবে কিনে নিচ্ছ তুমি
দুর্বলকে কাঁদিয়ে তোমার স্ববলতা,
তুমি একবার ভেবে দেখো
তোমার অবস্থান যদি হতো সেই দুর্বলতা!
তোমার ভাবনার সাথে মিলিয়ে
তুমিই তৈরি কর তোমার রাস্তা,
তোমার বিবেককে সালাম জানাচ্ছি
অনুরোধ প্রসারিত করো তোমার চিন্তা।
বিষয়: বিবিধ
১০৭৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন