বাঁচার অধিকার থাকবে কি বাংলাদেশে?✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৩ আগস্ট, ২০১৬, ০৫:৩৩:৪১ সকাল
দেশে হাতির খবর হয় বড়
মানুষের খবর তুচ্ছ!
ভালো মানুষ কারাগারে
খারাপেরা পাচ্ছে গোলাপ গুচ্ছ।
গুমের রিপোর্ট নেই চ্যানেলে
টকশোতে মিথ্যার ছড়াছড়ি,
ভালো কথা বলার মানুষ নেই
সত্যের সাথে দিয়েছে তারা আড়ি।
মুখ বন্ধ রাখলে পিঠ বাঁচবে
সবাই পিঠ বাঁচানোর কারিগর,
দুর্বল মানুষ গুলো নিঃসঙ্গ কাঁদে
হূদয়ের গভীরে অদৃশ্য হাহাকার।
পিঠ বাঁচানোর জন্য লড়াই...
বাঁচবে কি পিঠ অবশেষে?
মানুষ হিসাবে বাঁচার অধিকার
থাকবে কি এই বাংলাদেশে?
বিষয়: বিবিধ
৮৭৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন