আমরা একই নদীর স্রোত...✔✔✔ আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৬ আগস্ট, ২০১৬, ১২:১২:৪৩ দুপুর

রাত শেষ হবেই
আসবে নতুন ভোর,
চিন্তা তৈরি করো মনে
বাড়াও মনের জোর।![]()
যে পথে অবিরাম চলা
কতটুকু ঠিক দেখ সে পথটি,
সময়ের মূল্য দিয়ে
খোঁজ করি চলো সঠিক কোনটি!![]()
কর্মের মাধ্যমে হিসাব হবে
কতটুকু অর্জিত হলো জীবনের মূল্য,
এলোমেলো কাজ করে
সময়কে করোনা তুচ্ছ তাচ্ছিল্য!![]()
সময়ের যে দিয়েছে দাম
সে অর্জন করেছে খ্যাতি,
সময়ের দাম দিয়ে আমরা
আনিবো সুস্থ সমাজ এবং সমপ্রিতি।![]()
সমপ্রিতির ছায়ায় দাড়িয়ে আমরা
খোঁজবো সুখের মায়াবন,
হিংসা বিদ্ধেষ তাড়িয়ে এবার
হবো একে অন্যের আপনজন।![]()
আমরা একই নদীর স্রোত
একে অন্যের ভালো চাই,
চাওয়া আর পাওয়ার মাঝে
প্রকাশিত হোক সততা ও ন্যায়।
বিষয়: বিবিধ
৯৯৮ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন