আমরা একই নদীর স্রোত...✔✔✔ আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৬ আগস্ট, ২০১৬, ১২:১২:৪৩ দুপুর



রাত শেষ হবেই

আসবে নতুন ভোর,

চিন্তা তৈরি করো মনে

বাড়াও মনের জোর।

Rose

যে পথে অবিরাম চলা

কতটুকু ঠিক দেখ সে পথটি,

সময়ের মূল্য দিয়ে

খোঁজ করি চলো সঠিক কোনটি!

Rose

কর্মের মাধ্যমে হিসাব হবে

কতটুকু অর্জিত হলো জীবনের মূল্য,

এলোমেলো কাজ করে

সময়কে করোনা তুচ্ছ তাচ্ছিল্য!

Rose

সময়ের যে দিয়েছে দাম

সে অর্জন করেছে খ্যাতি,

সময়ের দাম দিয়ে আমরা

আনিবো সুস্থ সমাজ এবং সমপ্রিতি।

Rose

সমপ্রিতির ছায়ায় দাড়িয়ে আমরা

খোঁজবো সুখের মায়াবন,

হিংসা বিদ্ধেষ তাড়িয়ে এবার

হবো একে অন্যের আপনজন।

Rose

আমরা একই নদীর স্রোত

একে অন্যের ভালো চাই,

চাওয়া আর পাওয়ার মাঝে

প্রকাশিত হোক সততা ও ন্যায়।

বিষয়: বিবিধ

৯৩৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375949
০৬ আগস্ট ২০১৬ দুপুর ০২:৫৫
কুয়েত থেকে লিখেছেন : কতটুকু অর্জিত হলো জীবনের মূল্য এলোমেলো কাজ করে সময়কে করোনা তুচ্ছ তাচ্ছিল্য অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপনাকে
০৬ আগস্ট ২০১৬ বিকাল ০৪:২৭
311727
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File