সত্য নিরবে কাঁদে গর্ভে...! ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০২ আগস্ট, ২০১৬, ০৭:৩২:৪৬ সন্ধ্যা



সুন্দরবন সুন্দরবন

আমার আপন, দূরে থাকলেও,

পরিবেশবিদরা পরিবেশের ক্ষতির

আওয়াজ তুলেনা! ক্ষতি জেনেও!

Winking

রাজনৈতিক স্বার্থ আদায়ে দৃধা

নেই! সুন্দরকে অসুন্দর করতেও,

ভয় লাগে ভয় লাগে সংগত

ন্যায়ের পক্ষে বলতেও!!

Winking

চারদিকে চাপাচাপি, জোরাজুরির

প্রমোশন পেয়েছে সেও,

কলম তাই থেমে যায়

সত্য কথাটি লিখতেও!

Winking

থেমে যাওয়া সত্য নিরবে কাঁদে

গর্ভে, খবরাখবর রাখিও!

সত্য ঘুমালে মিথ্যা সইতে

হবে ভেবেচিন্তে এগিও।

Winking

আমি পাই কই সময়

চারদিকে ভয় খবর নিও,

আমার বিশেষ অনুরোধ

সুন্দর বনকে ভালোবাসা দিও।

Winking

প্রধানমন্ত্রী পরিবেশ মন্ত্রী

সুন্দরের প্রয়োজনে একটু ভাবিও,

বিদ্যুৎ কেন্দ্র করা লাভের চেয়ে

ক্ষতি বেশি, দেশের দিকে নজর দিও।

বিষয়: বিবিধ

১০৯৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375780
০২ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৭:৩৮
আবু জান্নাত লিখেছেন : ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ
০২ আগস্ট ২০১৬ রাত ০৮:১৯
311563
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
375784
০২ আগস্ট ২০১৬ রাত ০৯:০২
দ্য স্লেভ লিখেছেন : হরিন মারার লাইসেন্স দিক কটা হরিন খেয়ে আসি। ওদের যাবার জায়গা না থাকলে পেটের ভেতর আরামে থাকবে
০৩ আগস্ট ২০১৬ বিকাল ০৪:১৮
311583
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বাহ্ চমৎকার আইডিয়া!
375795
০৩ আগস্ট ২০১৬ রাত ০২:২৭
কুয়েত থেকে লিখেছেন : রাজনৈতিক স্বার্থ আদায়ে দৃধা
নেই! সুন্দরকে অসুন্দর করতেও, ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
০৩ আগস্ট ২০১৬ বিকাল ০৪:১৮
311584
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ অনুভূতি রেখে যাবার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File