সত্য নিরবে কাঁদে গর্ভে...! ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০২ আগস্ট, ২০১৬, ০৭:৩২:৪৬ সন্ধ্যা
সুন্দরবন সুন্দরবন
আমার আপন, দূরে থাকলেও,
পরিবেশবিদরা পরিবেশের ক্ষতির
আওয়াজ তুলেনা! ক্ষতি জেনেও!
রাজনৈতিক স্বার্থ আদায়ে দৃধা
নেই! সুন্দরকে অসুন্দর করতেও,
ভয় লাগে ভয় লাগে সংগত
ন্যায়ের পক্ষে বলতেও!!
চারদিকে চাপাচাপি, জোরাজুরির
প্রমোশন পেয়েছে সেও,
কলম তাই থেমে যায়
সত্য কথাটি লিখতেও!
থেমে যাওয়া সত্য নিরবে কাঁদে
গর্ভে, খবরাখবর রাখিও!
সত্য ঘুমালে মিথ্যা সইতে
হবে ভেবেচিন্তে এগিও।
আমি পাই কই সময়
চারদিকে ভয় খবর নিও,
আমার বিশেষ অনুরোধ
সুন্দর বনকে ভালোবাসা দিও।
প্রধানমন্ত্রী পরিবেশ মন্ত্রী
সুন্দরের প্রয়োজনে একটু ভাবিও,
বিদ্যুৎ কেন্দ্র করা লাভের চেয়ে
ক্ষতি বেশি, দেশের দিকে নজর দিও।
বিষয়: বিবিধ
১০৯৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নেই! সুন্দরকে অসুন্দর করতেও, ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন