দৃঢ়তাই পরিবর্তনের প্রধান শক্তি✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ৩১ জুলাই, ২০১৬, ১১:২২:১৯ রাত



গুনীজনেরা এক সাথে হলে

কিছুনা কিছু গুণাবলী হয় প্রকাশ,

গুণীজনের গুণী কথায় গড়ে

দিতে পারে সোনার গ্রাম-স্বদেশ।

Rose

অভিঙ্গদের অভিঙ্গতার সাথে উদ্যম্যতা

যুক্ত হলে পরিবর্তনের দৃঢ়তা আসে,

সম্মিলিত সচেতনতার মাধ্যমে

অবহেলিত জনতা খুশিতে হাসে।

Rose

অবহেলায় কেন পড়ে থাকবে

সমাজের একটি অংশ?

কেন অসচেতনতার কবলে পড়ে

নতুন প্রজন্ম হবে ধ্বংস?

Rose

নতুন প্রজন্মের নতুন চিন্তা প্রকাশের

মাধ্যমে হোক নতুন কিছু সৃষ্টি!

গুণীজনদের গুণ সমবৃদ্ধ-কথা গুলো

তরুণদের জন্য এক পশলা বৃষ্টি।

Rose

তরুণদের প্রতি আহবান বৃষ্টির পানি

শুকানোর আগেই হোক ফসলের পরিশ্রম,

চলো সবে মিলে মিশে এক সাথে

ঘরে ঘরে পৌঁছে দিই পরিবর্তনের পায়গাম।

Rose

একদিনে কোন কিছুতে আসেনা সফলতা

দৃঢ়তাই পরিবর্তনের প্রধান শক্তি,

আমরা আনিবো গণসচেতনতার মাধ্যমে

কুসংস্কারে ধাবিত এই সমাজে মুক্তি।

বিষয়: বিবিধ

৯৯৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375666
৩১ জুলাই ২০১৬ রাত ১১:২৫
নাবিক লিখেছেন :
নতুন প্রজন্মের নতুন চিন্তা প্রকাশের
মাধ্যমে হোক নতুন কিছু সৃষ্টি!
গুণীজনদের গুণ সমবৃদ্ধ-কথা গুলো
তরুণদের জন্য এক পশলা বৃষ্টি।

375669
০১ আগস্ট ২০১৬ রাত ০২:২৫
কুয়েত থেকে লিখেছেন : অভিঙ্গদের অভিঙ্গতার সাথে উদ্যম্যতা যুক্ত হলে পরিবর্তনের দৃঢ়তা আসে ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File