দৃঢ়তাই পরিবর্তনের প্রধান শক্তি✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ৩১ জুলাই, ২০১৬, ১১:২২:১৯ রাত

গুনীজনেরা এক সাথে হলে
কিছুনা কিছু গুণাবলী হয় প্রকাশ,
গুণীজনের গুণী কথায় গড়ে
দিতে পারে সোনার গ্রাম-স্বদেশ।![]()
অভিঙ্গদের অভিঙ্গতার সাথে উদ্যম্যতা
যুক্ত হলে পরিবর্তনের দৃঢ়তা আসে,
সম্মিলিত সচেতনতার মাধ্যমে
অবহেলিত জনতা খুশিতে হাসে।![]()
অবহেলায় কেন পড়ে থাকবে
সমাজের একটি অংশ?
কেন অসচেতনতার কবলে পড়ে
নতুন প্রজন্ম হবে ধ্বংস?![]()
নতুন প্রজন্মের নতুন চিন্তা প্রকাশের
মাধ্যমে হোক নতুন কিছু সৃষ্টি!
গুণীজনদের গুণ সমবৃদ্ধ-কথা গুলো
তরুণদের জন্য এক পশলা বৃষ্টি।![]()
তরুণদের প্রতি আহবান বৃষ্টির পানি
শুকানোর আগেই হোক ফসলের পরিশ্রম,
চলো সবে মিলে মিশে এক সাথে
ঘরে ঘরে পৌঁছে দিই পরিবর্তনের পায়গাম। ![]()
একদিনে কোন কিছুতে আসেনা সফলতা
দৃঢ়তাই পরিবর্তনের প্রধান শক্তি,
আমরা আনিবো গণসচেতনতার মাধ্যমে
কুসংস্কারে ধাবিত এই সমাজে মুক্তি।
বিষয়: বিবিধ
১০৬৫ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন